চোরের হাতে এভারেস্ট জয়ী প্রেমলতার পদ্মশ্রী পুরস্কারের স্মারক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৮ এএম, ১৮ জুন ২০২০
চোরের হাতে এভারেস্ট জয়ী প্রেমলতার পদ্মশ্রী পুরস্কারের স্মারক

রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন প্রেমলতা আগরওয়াল

ভারতের এভারেস্ট জয়ী প্রেমলতা আগরওয়ালের পদ্মশ্রী পুরস্কারের স্মারক চুরি হয়েছে। জামশেদপুরে পর্বতারোহীর বাড়ি থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মানের স্মারক পদ্মশ্রী পুরস্কার চুরি হয়েছে বলে জানিয়েছেন প্রেমলতার স্বামী বিমল আগরওয়াল।

হিন্দুস্তান টাইমসের এক সংবাদের জানানো হয়, সোমবার (১৫ জুন) ভোরে দুস্কৃতিরা প্রেমলতার বাড়ি থেকে পদ্মশ্রীর স্মারক ছাড়াও নগদ ২০ হাজার টাকা, ১৫টি রুপার কয়েন ও দুটি কম্পিউটারের হার্ড ডিস্ক নিয়ে গেছে। হার্ডডিস্কগুলোতে প্রেমলতার পবর্তারোহনের ছবি ছাড়াও বিভিন্ন পুরস্কার গ্রহণের ছবি ও ভিডিও ছিল।

প্রেমলতার স্বামী পুলিশে চুরির অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, ভোর ৫টা দিকে (১৫ জুন, সোমবার) চুরির ঘটনা ঘটেছে। প্রেমলতা ও তার পরিবারের লোকজন রাতে সেখানে ছিলেন না। তারা সোনারিতে নিজেদের নতুন বাড়িতে ছিলেন।

পুরনো বাড়ির অর্ধেক জিনিসপত্র নতুন বাড়িতে নিয়ে যাওয়া হলেও বাকি অর্ধেক জিনিস এখনও পুরনো বাড়িতে রয়েছে। যার মধ্য থেকে পদ্মশ্রীর মতো অমূল্য স্মারক চুরি হয়ে গেছে।

সংবাদ মাধ্যমটিতে আরও জানানো হয়, পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। ডগ স্কোয়াডসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও তদন্তের স্বার্থে প্রেমলতার বাড়ি পরিদর্শন করেছেন।

২০১১ সালের ২০ মে ৪৮ বছর বয়সে প্রেমলতা মাউন্ট এভারেস্ট জয় করেন। সেই সময় সবথেকে বেশি বয়সে এভারেস্ট জয়ী ভারতীয় নারী ছিলেন তিনি। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

হলিউড ছবির কাহিনী ভারতে, ভুক্তভোগী ঘানার ফুটবলার

হলিউড ছবির কাহিনী ভারতে, ভুক্তভোগী ঘানার ফুটবলার

ক্রিকেটের সব ম্যাচই পাতানো হয় : দাবি ভারতীয় বুকির

ক্রিকেটের সব ম্যাচই পাতানো হয় : দাবি ভারতীয় বুকির

পর্দার ধোনিকে হারিয়ে শোকস্তব্ধ টেন্ডুলকার-কোহলিরা

পর্দার ধোনিকে হারিয়ে শোকস্তব্ধ টেন্ডুলকার-কোহলিরা

আগ্রহ বাড়াতে অস্ট্রেলিয়ার সড়কে কোহলির নাম!

আগ্রহ বাড়াতে অস্ট্রেলিয়ার সড়কে কোহলির নাম!