জামিনে ছাড়া পেলেন মেন্ডিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২০ এএম, ০৭ জুলাই ২০২০
জামিনে ছাড়া পেলেন মেন্ডিস

কলম্বোর দক্ষিণ পানাদুরায় শ্রীলঙ্কা জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল মেন্ডিসের গাড়ির চাপায় ৬৪ বছরের এক বৃদ্ধ নিহত হওয়ার একদিন পর জামিনে মুক্তি পেলেন তিনি। জামিনে মুক্তি পেলেও গুনতে হয়েছে জরিমানা। শুধু জরিমানাই নয় সাময়িকভাবে বাতিল করা হয়েছে তার ড্রাইভিং লাইসেন্সও।

রোববার (৫ জুলাই) ভোরে কলম্বোর দক্ষিণ পানাদুরায় বেপরোয়া ড্রাইভিং করতে গিয়ে বাইকেল আরোহীর ওপর দিয়ে গাড়ি তুলে দিয়েছেন শ্রীলঙ্কান এ ক্রিকেটার। গুরুতর চোট পাওয়ার পর মারা যান ওই ব্যক্তি। ওই দুর্ঘটনার জেরে কুশল মেন্ডিসকে গ্রেপ্তার করেছিল শ্রীলঙ্কা পুলিশ। কুশল মেন্ডিসের গ্রেপ্তার করার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছিলেন পুলিশের মুখপাত্র এসএসপি জলিয়া সেনারত্নে।

গ্রেপ্তার করার পর তাকে ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা করা হয়। যেখানে জানা যায় গাড়ি চালেোর সময় তিনি মদ্যপান করেননি। পরে সোমবার (৬ জুলাই) সকালে তাকে পানাদুরা অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হয়। যেখানে মেন্ডিসের জামিন মঞ্জুর করা হয়।

জামিন মঞ্জুর করা হলেও তাকে গুনতে হয়েছে জরিমানা। তাকে ১ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি জরিমানা করা হয়। এর পাশাপাশি নিহত ব্যক্তির পরিবারকে ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেওয়া হয়। এছাড়াও সাময়িকভাবে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। যা জন্য ২৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

২৫ বছর বয়সী এ লঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যান এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। পাল্লেকেলেতে তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্পের দলেও রয়েছেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফাইনাল বিক্রি : আইসিসিকে প্রমাণ দিতে চান মাহিন্দানান্দা

ফাইনাল বিক্রি : আইসিসিকে প্রমাণ দিতে চান মাহিন্দানান্দা

বিশ্বকাপের ‘ফাইনাল বিক্রি’ নিয়ে বিবৃতি দিল আইসিসি

বিশ্বকাপের ‘ফাইনাল বিক্রি’ নিয়ে বিবৃতি দিল আইসিসি

পাকিস্তানের কাছে ক্ষমা চাইতো ভারতীয় ক্রিকেটাররা : আফ্রিদি

পাকিস্তানের কাছে ক্ষমা চাইতো ভারতীয় ক্রিকেটাররা : আফ্রিদি

এশিয়া কাপের জন্য ঝুলে আছে টাইগারদের অনুশীলন ক্যাম্প

এশিয়া কাপের জন্য ঝুলে আছে টাইগারদের অনুশীলন ক্যাম্প