পরিবারসহ কোয়ারেন্টাইনে সৌরভ গাঙ্গুলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৭ পিএম, ১৭ জুলাই ২০২০
পরিবারসহ কোয়ারেন্টাইনে সৌরভ গাঙ্গুলি

ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলী। বেসরকারি হাসপাতাল বেলে ভুইতে তাকে ভর্তি করা হয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের যুগ্ম সচিব স্নেহাশিস করোনা আক্রান্ত হওয়ায় পরিবারসহ গাঙ্গুরির কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।

বড় ভাইয়ের পরিবারের সাথে একই বাড়িতে থাকতেন সৌরভের পরিবার। ফলে সৌরভের পুরো পরিবার এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। যদিও এখন পর্যন্ত পরিবারের অন্য কারোর মাঝে করোনার উপসর্গ দেখা যায়নি।

সিএবির এক শীর্ষ কর্মকতা ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, ‘গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন স্নেহাশিস। করোনা পরীক্ষায় স্নেহাশিসের রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বড় ভাইয়ের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া মাত্রই নিজেকে গৃহবন্দি করেন সৌরভ। জুনে করোনায় আক্রান্ত হয়েছিলেন স্নেহাশিসের স্ত্রী ও তার শ্বাশুড়িসহ মোট চারজন। তারা সুস্থ হলেও করোনায় আক্রান্ত হলেন স্নেহাশিস।

ভারতে এখন পর্যন্ত (১৬ জুুলাই) ১০ লাখ ৫ হাজার ৬৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২৫ হাজার ৬০৯ জন মারা গেছেন। চিকিৎসা গ্রহণে ভালো হয়েছেন ৬ লাখ ৩৬ হাজার ৬০২ জন। এছাড়া দেশটিতে এখনো প্রতিদিনই নতুন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনাকে সহ্য করতে বললেন সৌরভ

করোনাকে সহ্য করতে বললেন সৌরভ

অন্তর্বর্তীকালীন সিইও নিয়োগ দিল বিসিসিআই

অন্তর্বর্তীকালীন সিইও নিয়োগ দিল বিসিসিআই

ভারতের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত

ভারতের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত

কথা রাখতে পারছেন না সৌরভ!

কথা রাখতে পারছেন না সৌরভ!