অন্তর্বর্তীকালীন সিইও নিয়োগ দিল বিসিসিআই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৫ এএম, ১৬ জুলাই ২০২০
অন্তর্বর্তীকালীন সিইও নিয়োগ দিল বিসিসিআই

মেয়াদ শেষ হওয়ার আগেই রাহুল জহুরি পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী (সিইও) নিযুক্ত করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আইপিএলের চিফ অপারেটিং অফিসার হেমাঙ্গ আমিনকে সাময়িকভাবে এ পদে নিযুক্ত করা হয়েছে।

সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে গত ১০ জুলাই (বৃহস্পতিবার) প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করেন রাহুল জহুরি। গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করা তিনি দ্বিতীয় বোর্ড কর্মকর্তা।

বিসিসিআই-এর বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, হেমাঙ্গ আমিনকে বিসিসিআই-এর সিইও পদের জন্য অন্তবর্তীকালীনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এএনআই আরও জানায়, জোহুরি আরও কয়েক মাস আগেই পদত্যাগ পদ জমা দিয়েছেলেন। তবে বোর্ড এতোদিন তা গ্রহণ না করে ঝুলিয়ে রেখেছিল। যা ১০ জুলাই (বৃহস্পতিবার) ভারতীয় ক্রিকেটের গভর্নিং বডি সেটি গ্রহণ করে।

বিসিসিআই-এর প্রধান নির্বাহী (সিইও) হিসেবে ২০১৬ সালে যোগ দিয়েছিলেন রাহুল জোহুরি। সেই সময় বিসিসিআই-এর সভাপতি ছিলেন শশাঙ্ক মনোহর।

সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ডের নতুন প্রশাসন গঠন পর গত ডিসেম্বরে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন জোহুরি। গাঙ্গুলির প্রশাসন দায়িত্ব নেওয়ার পর প্রধান নির্বাহীর ভূমিকা একেবারে নগণ্য হয়ে যায়। কারণ, পূর্বের ধারা অনুযায়ী আইসিসির সভাগুলোতে প্রধান নির্বাহীর যোগ দেওয়ার পদ্ধতি থেকে সরে গেছে বিসিসিআই।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেদের স্বার্থে বিশ্ব ক্রিকেটের ক্ষতি করছে ভারত : পিসিবি বস

নিজেদের স্বার্থে বিশ্ব ক্রিকেটের ক্ষতি করছে ভারত : পিসিবি বস

রিভিউ সিস্টেমে পরিবর্তন চান শচীন-লারা

রিভিউ সিস্টেমে পরিবর্তন চান শচীন-লারা

করোনাকে সহ্য করতে বললেন সৌরভ

করোনাকে সহ্য করতে বললেন সৌরভ

শশাঙ্ক মনোহরের পদত্যাগে খুশি শ্রীনিবাসন

শশাঙ্ক মনোহরের পদত্যাগে খুশি শ্রীনিবাসন