দর্শক উপস্থিতির বিপক্ষে ভোট দিল ব্রাজিলিয়ান ক্লাবগুলো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২০
দর্শক উপস্থিতির বিপক্ষে ভোট দিল ব্রাজিলিয়ান ক্লাবগুলো

ফাইল ফটো

সমর্থকদের মাঠে ফিরে আসার বিপক্ষে সহমত পোষণ করে ভোট দিয়েছে ব্রাজিলের প্রথম বিভাগের ক্লাবগুলা। এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী দেশজুড়ে স্টেডিয়ামগুলোর ধারণক্ষমতার ৩০ শতাংশ সমর্থকের উপস্থিতির অনুমতি দিয়েছিল।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, তারাও ক্লাবগুলোর পক্ষেই মত দিয়েছেন। করোনার বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি এখানে অগ্রাধিকার পাবে।

বিবৃতিতে আরও বলা হয়, ক্লাবগুরোর সাথে আগামী দুই সপ্তাহ পর বিষয়টি নিয়ে আবারও আলোচনায় বসবে সিবিএফ।

শনিবারের সভায় শুধুমাত্র ফ্লামেঙ্গো তাদের কোন প্রতিনিধি প্রেরণ করেনি। এছাড়া বাকি ১৯টি দলই সমর্থকদের উপস্থিতির বিষয়ে একসাথে নেতিবাচক মনোভাব পোষণ করেছে।

মাত্র চারদিন আগে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যপারে সবুজ সঙ্কেত দিয়েছিল। তাদের প্রস্তাব অনুযায়ী রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে প্রায় ২৫ হাজার দর্শকের উপস্থিতির অনুমতি মিলেছে। তবে পুরো ব্রাজিল জুড়েই এ সিদ্ধান্তের তীব্র সমলোচনা শুরু হয়েছিল।

দক্ষিণ আমেরিকার এ দেশটিতে কোভিড-১৯’এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ড-আফগানিস্তানের অস্ট্রেলিয়া সফর স্থগিত

নিউজিল্যান্ড-আফগানিস্তানের অস্ট্রেলিয়া সফর স্থগিত

রিয়ালের কোচ হিসেবে লা লিগায় জিদানের ম্যাচ জয়ের সেঞ্চুরি

রিয়ালের কোচ হিসেবে লা লিগায় জিদানের ম্যাচ জয়ের সেঞ্চুরি

সুয়ারেজের বিদায়ে মেসির আবেগময় বার্তা

সুয়ারেজের বিদায়ে মেসির আবেগময় বার্তা

বিরোধ নয়, মেসির সাথে সমঝোতা চান বার্তোমেউ

বিরোধ নয়, মেসির সাথে সমঝোতা চান বার্তোমেউ