মাশরাফির জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫০ এএম, ০৬ অক্টোবর ২০২০
মাশরাফির জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (৫ অক্টোবর) ৩৭ বছর পেরিয়ে ৩৮-এ পা দিলেন মাশরাফি।

১৯৮৩ সালে আজকের দিনে (৫ অক্টোবর) নড়াইলে জন্মগ্রহণ করেন টাইগার ক্রিকেটের এখন পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাকে ‘কিংবদন্তি’ও আখ্যা দিয়েছে আইসিসি।

২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে মাশরাফির অভিষেক হয়। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচেই নিজের জাত চেনান তিনি। এরপর বার বার ইনজুরিতে পড়লেও প্রতিবারই ফিরে এসেছেন। দলকে নেতৃত্ব দিয়েছেন তিন ফরম্যাটেই। তবে ওয়ানডে ক্রিকেটে নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন টাইগারদের এ ফাস্ট বোলার।

মাশরাফির এ অবদান ভুলেনি আইসিসি। মাশরাফির জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে আইসিসি লিখেছে, ‘বাংলাদেশের হয়ে যেসব রেকর্ড মাশরাফির- অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১১৭টি ম্যাচ, ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৬৯টি উইকেট, ওয়ানডেতে সেরা বোলিং ফিগার ২৬/৬, যৌথ ভাবে সবচেয়ে বেশি ২১৮টি ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটার। বাংলাদেশের একজন কিংবদন্তিকে শুভ জন্মদিন।’

ওয়ানডে ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও এখনো অবসর নেননি মাশরাঠি। লাল সবুজের জার্সি গায়ে ৩৬টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ নড়াইল এক্সপ্রেস। এছাড়া বিশ্ব একাদশের হয়ে খেলেছেন ২টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির প্রস্তাবিত টুর্নামেন্টে খেলছেন না মাশরাফি

বিসিবির প্রস্তাবিত টুর্নামেন্টে খেলছেন না মাশরাফি

শিশুর অধিকারে ইউনিসেফের সাথে কাজ করবেন মুশফিক

শিশুর অধিকারে ইউনিসেফের সাথে কাজ করবেন মুশফিক

সুস্থ ও সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

সুস্থ ও সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

এ জয় বঙ্গবন্ধুকে উৎসর্গ করলাম : সালাম মুর্শেদী

এ জয় বঙ্গবন্ধুকে উৎসর্গ করলাম : সালাম মুর্শেদী