বাড়ি ফিরলেন সৌরভ, থাকতে হবে বিশ্রামে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২১
বাড়ি ফিরলেন সৌরভ, থাকতে হবে বিশ্রামে

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। রোববার (৩১ জানুয়ারি) বেলা পৌরে ১১টার দিকে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। হাসপাতাল থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ সুস্থ আছেন সৌরভ গাঙ্গুলি।

বুকের ব্যথা নিয়ে প্রথম দফায় হাসপাতালে ভর্তি হয়ে ছয়দিন পর বাড়ি ফিরেছিলেন সৌরভ। এবার দ্বিতীয় দফায় অ্যাঞ্জিওপ্লাস্টির পর পাঁচদিনের মাথায় হাসপাতাল ছাড়লেন তিনি। চিকিৎসকদের পরামর্শে আপাতত তাকে বাসাতেই বিশ্রামে থাকতে হবে।

গত বুধবার (২৭ জানুয়ারি) বুকে ব্যথা অনুভব করায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌরভ। পরের দিন বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুটি স্টেন্ট বসানো হয় তার শরীরে।

এর আগে ২ জানুয়ারি প্রথমবার বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। তখন একটি স্টেন্ট বসানো হয়েছিল। আরও দুটো ব্লক ধরা পড়লেও সে সময় বলা হয়েছিল স্টেন্ট বসানোর তেমন প্রয়োজন নেই। তবে সেটি আর হলো না, আবারও বুকের ব্যথা উঠায় সৌরভকে হাসপাতালে ভর্তি হয়ে হয়েছিল।

প্রথমভারের ন্যায় এবারও প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চিকিৎসক আফতাব জানিয়েছেন, ‘সৌরভ এখন সুস্থ আছেন। তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডেতে ব্যর্থ লিটন টেস্টে ভালোর আশাবাদী

ওয়ানডেতে ব্যর্থ লিটন টেস্টে ভালোর আশাবাদী

আমি একজন লড়াকু মানুষ, হাল ছাড়ি না : মাহমুদউল্লাহ

আমি একজন লড়াকু মানুষ, হাল ছাড়ি না : মাহমুদউল্লাহ

বিতন্ডায় জড়িয়ে নিষিদ্ধ হলেন লুকাকু-ইব্রাহিমোভিচ

বিতন্ডায় জড়িয়ে নিষিদ্ধ হলেন লুকাকু-ইব্রাহিমোভিচ

ভ্যাকসিন প্রদানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকায় দেশের খেলোয়াড়রা

ভ্যাকসিন প্রদানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকায় দেশের খেলোয়াড়রা