নিউজিল্যান্ড সফরে সবগুলো ম্যাচ জিতবো : ইভ্যালি এমডি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১
নিউজিল্যান্ড সফরে সবগুলো ম্যাচ জিতবো : ইভ্যালি এমডি

নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট দলের এ সফরে টিম স্পন্সর হয়েছে দেশসেরা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে সোমবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। টিম স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনারা জানেন যে, ইভ্যালি শুরু থেকেই বিসিবির সাথে নানাভাবে জড়িত ছিল। আমাদের একটা স্বপ্ন ছিল, বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হওয়ার সুযোগ দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই।’

মোহাম্মদ রাসেল বলেন, ‘আমি আমাদের ক্রিকেট দলের জন্য বেস্ট উইশেস কামনা করছি। আমি আশা করবো যে, নিউজিল্যান্ডে গিয়ে আমরা সিরিজের সবগুলো ম্যাচই জিতবো।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত লম্বা সময়ের জন্য স্পন্সরশীপ খুঁজছে। তবে করোনা পরবর্তী আপাতত সিরিজ বাই সিরিজ স্পন্সরশীপ বিক্রি করছে বিসিবি। নিউজিল্যান্ড সফরে ২ কোটি টাকা দিয়ে স্পন্সরশীপ নিয়েছে দেশসেরা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি।

নিজেকে ক্রিকেট প্রেমিক হিসেবে উল্লেখ করে ইভ্যালিরে এমডি বলেন, ‘বিসিবিকে কখনোই বলতে হবে না যে, ইভ্যালি পাশে থাকুক। কথা দিচ্ছি, বাংলাদেশ ক্রিকেটে সাথে থাকতে আমরা সবসময় চেষ্টা করবো। ইভ্যালি এবং ইফুড -এ দুটি প্রতিষ্ঠান দিয়েই আমরা আপনাদের (বাংলাদেশ ক্রিকেট) পাশে থাকবো।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর ইভ্যালি

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর ইভ্যালি

মোস্তাফিজকেও চিঠি দিতে বলেছেন বিসিবি সভাপতি

মোস্তাফিজকেও চিঠি দিতে বলেছেন বিসিবি সভাপতি

সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ

সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ২০ জন

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ২০ জন