প্রস্তাবিত বাজেটে ক্রীড়া ক্ষেত্রে হাজার কোটি টাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩০ এএম, ০৪ জুন ২০২১
প্রস্তাবিত বাজেটে ক্রীড়া ক্ষেত্রে হাজার কোটি টাকা

দেশের সুনাম বৃদ্ধিতে ক্রীড়াবিদরা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। আর ক্রীড়াবিদদের সকল সমস্যা দেখভাল করার দায়িত্বে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২১-২২ সালের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২০২১-২২ অর্থ বছরে জন্য বরাদ্দ ধরা হয়েছে ১১২১ কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার বাজেট অধিবেশনে ক্রীড়া খাতের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১১২১ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে ২৭৯ কোটি ৮৯ লাখ টাকা এবং পরিচালন খাতে বাজেট ধরা হয়েছে ৮৪১ কোটি ৭১ লাখ টাকা।

চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ১১২৭ কোটি ২৯ লাখ ৩৩ হাজার টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয়ে বরাদ্দ ছিল ২২৯ কোটি ৭৯ লাখ টাকা। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে অর্থের পরিমান কমলেও উন্নয়ন খাতে বরাদ্দ বেড়েছে।

সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী জানান, সরকার খেলাধুলার সুযোগ বৃদ্ধির জন্য দেশব্যাপী আধুনিক স্টেডিয়াম, জিমনেসিয়ামসহ আরও বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মান করছে। এছাড়াও উপজেলা ভিত্তিক শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানের কাজ চলছে। সাথে ক্রীড়া অবকাঠামো তৈরি এবং উন্নয়নের ১৪ টি প্রকল্প চলছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাইফউদ্দিন ঝড়ে উড়ে গেল ওল্ড ডিওএইচএস

সাইফউদ্দিন ঝড়ে উড়ে গেল ওল্ড ডিওএইচএস

ঘরোয়া টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের হ্যাট্রিকনামা

ঘরোয়া টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের হ্যাট্রিকনামা

ম্যাচের আগেই আর্জেন্টিনার একাদশ প্রকাশ

ম্যাচের আগেই আর্জেন্টিনার একাদশ প্রকাশ

নতুন বাজেটে বাফুফের চাওয়া ৫০ কোটি টাকা

নতুন বাজেটে বাফুফের চাওয়া ৫০ কোটি টাকা