সাত ক্যাটাগরিতে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩২ এএম, ০৫ জুলাই ২০২১
সাত ক্যাটাগরিতে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’

ফাইল ফটো

২০১৮ সালে জাতীয় ক্রীড়া পরিষদ সিদ্ধান্ত নিয়েছিল প্রতিবছর ‘জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’ প্রদান করা হবে। সেই সিদ্ধান্তের আলোর মুখ দেখছে এবার। দেশের খেলাধুলায় জাতীয় পর্যায়ে অবদান রাখায় চলতি বছর থেকে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের নাম রাখা হয়েছে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’।

সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৫ আগস্ট শেখ কামালের জন্মদিনে অনুষ্ঠানের মাধ্যমে মনোনীতদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে আবেদনপত্রও আহ্বান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব এবং আবেদন যাচাই-বাছাই ওয়ার্কিং কমিটির সভাপতি মো. মাসুদ করিম জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে পুরস্কার প্রদানে কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে পুরস্কারের জন্য আবেদন সংগ্রহ করা শুরু হয়েছে।

‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১’ শিরোনামে আবেদনপত্র আহ্বান করে গত ২৯ জুন (মঙ্গলবার) দেশের গণমাধ্যমে বিজ্ঞপ্তিও দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
sportsmail24
এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (অতিরিক্ত) মো. মাসুদ করিম সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা বিজ্ঞাপনের মাধ্যমে আবেদন চেয়েছি। ২৯ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে ১২ জুলাই। আবেদনপত্র পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে খসড়া তালিকা তৈরি করা হবে। তারপর চূড়ান্ত বাছাই কমিটি পুরস্কার প্রাপ্তদের নাম ঠিক করবেন।’

জানা গেছে, আবেদনকারীদের মধ্য থেকে মনোনীতদের তালিকা তৈরির কাজ করবে দু’টি কমিটি। কমিটি দু’টি হালো- জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিমের নেতৃত্বে সাত সদস্যের ‘আবেদন যাচাই-বাছাই ওয়ার্কিং কমিটি’ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে ১০ সদস্যের ‘চূড়ান্ত বাছাই কমিটি।’

পুরস্কার দেওয়া জন্য ইতিমধ্যে একটি নীতিমালা তৈরি করেছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ। যেখানে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ১১টি পুরস্কার প্রদান করা হবে। প্রথমবার এ ১১টি পুরস্কার দেওয়া হচ্ছে সাত ক্যাটাগরিতে।

পুরস্কারপ্রাপ্তদের ৭৫ হাজার টাকার পাশাপাশি সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে। তবে পুরস্কারপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান দ্বিতীয়বার আবেদন করতে পারবে না।

সাত ক্যাটাগরির পুরস্কার দেওয়া হবে
১. আজীবন সম্মাননা-১
২. ক্রীড়াবিদ-৩
৩. ক্রীড়া সংগঠক-২
৪. উদীয়মান ক্রীড়াবিদ-২
৫. ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থা-১
৬. ক্রীড়া সাংবাদিক-১
৭. পৃষ্ঠপোষক-১।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১১৭০ জন অস্বচ্ছল ক্রীড়াবিদকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত

১১৭০ জন অস্বচ্ছল ক্রীড়াবিদকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত

কাউকে নিয়ে নেতিবাচক বা সমালোচনা করতে চাই না : আকরাম খান

কাউকে নিয়ে নেতিবাচক বা সমালোচনা করতে চাই না : আকরাম খান

২০০ ক্রীড়াবিদকে আর্থিক দিল সরকার

২০০ ক্রীড়াবিদকে আর্থিক দিল সরকার

ঈদের দিনও ম্যাচ খেলবে টাইগাররা!

ঈদের দিনও ম্যাচ খেলবে টাইগাররা!