ভলিবলে ব্রাজিলকে হারিয়ে দিল আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৮ এএম, ০৮ আগস্ট ২০২১
ভলিবলে ব্রাজিলকে হারিয়ে দিল  আর্জেন্টিনা

টোকিও অলিম্পিকে ভলিবলে লড়াই করেও আর্জেন্টিনার কাছে হারলো ব্রাজিল। সেমিফাইনাল থেকে ব্রাজিল ও আর্জেন্টিনা বিদায় নিলে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে মাঠে নামে এই দুই দল। পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্রাজিলকে ৩-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছে আর্জেন্টিনা দল।

শনিবার (৭ আগস্ট) জাপানের আরিয়াক এরেনায় প্রথম সেট জিতে নেয় আর্জেন্টিনা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে জিতে তারা। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ব্রাজিল।

প্রায় ২৬ মিনিট লড়াই করে ২৫-২০ পয়েন্টে সেটটি জিতে নেয় তারা। ১-১ সমতা থাকায় তৃতীয় সেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়।

তৃতীয় সেটে ২৫-২০ পয়েন্টে জিতে নেয় ব্রাজিল। তবে ৪র্থ সেটে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ২৯ মিনিটের লড়াই শেষে ব্রাজিলকে ২৫-১৭ পয়েন্টের ব্যবধানে হারায় তারা।

চার সেটে দুই দলই দুইটি করে জেতায় ম্যাচ গড়ায় ফল নির্ধারণী পঞ্চম সেটে। সেখানেও ছিল জমজমাট লড়াই। তবে শেষপর্যন্ত ১৫-১৩ ব্যবধানে জিতে ম্যাচটি নিজেদের করে নেয় আর্জেন্টিনা।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকে ১০ পদক, বিশ্ব রেকর্ড গড়লেন অ্যালিসন ফেলিক্স

অলিম্পিকে ১০ পদক, বিশ্ব রেকর্ড গড়লেন অ্যালিসন ফেলিক্স

টোকিও অলিম্পিকে খেলতে এসেই রেকর্ড করলেন ৫১ বছর বয়সী গার্সিয়া

টোকিও অলিম্পিকে খেলতে এসেই রেকর্ড করলেন ৫১ বছর বয়সী গার্সিয়া

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেল ওয়ালটন

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেল ওয়ালটন

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২১ প্রদান

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২১ প্রদান