না ফেরার দেশে লঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৭ এএম, ১৯ অক্টোবর ২০২১
না ফেরার দেশে লঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট অধিনায়ক বান্দুলা অর্ণপুরা। সোমবার (১৮ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ৬৮ বছর বয়সী এ ক্রিকেটার।

বান্দুলা অর্ণপুরার মৃত্যুতে শোক প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এছাড়াও এ কঠিন সময়ে বান্দুলার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে এসএলসি।

১৯৮২ সালে ইংল্যান্ডের শ্রীলঙ্কার ইতিহাসের প্রথম টেস্টে নেতৃত্ব দেন বান্দুলা অর্ণপুরা। লঙ্কানদের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম রানও তিনি করেছেন। লঙ্কানদের হয়ে চার টেস্ট এবং ১২ ওয়ানডে খেলেন বান্দুলা।

১৯৭০ সালে ভারতের ইউনিভার্সিটি দলের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে বান্দুলার অর্ণপুরার অভিষেক হয়। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯৭৩-৭৪ সালে পাকিস্তান অনূর্ধ্ব-২৫ দলের বিপক্ষে ১৫৪ রানের ইনিংস খেলেন। এছাড়াও একই সিরিজে পাকিস্তানের আসিফ মাসুদ, সেলিম আলতাফ এবং ইন্তেখাব আলমদের মতো ক্রিকেটারদের নিয়ে গড়া একাদশের বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলেন তিনি।

১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বান্দুলার অভিষেক হয়। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৯ বলে ৩১ রানের ইনিংস খেলেন। সে ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে ছিলেন ডেনিস লিলি এবং জেফ থমসন।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর শ্রীলঙ্কার কোচিং সেট-আপে দায়িত্ব পালন শুরু করেন তিনি। পরে কোচিং পরিচালকের দায়িত্বও পান বান্দুলা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দড়ি দিয়ে বাঁধার পর অনুভূতি জানালেন কোহলি

দড়ি দিয়ে বাঁধার পর অনুভূতি জানালেন কোহলি

আইসিইউতে মোশারফ রুবেল

আইসিইউতে মোশারফ রুবেল

ভ্যাকসিন না নেওয়ায় ম্যাচ দেখতে পারলেন না ব্রাজিলের রাষ্ট্রপতি

ভ্যাকসিন না নেওয়ায় ম্যাচ দেখতে পারলেন না ব্রাজিলের রাষ্ট্রপতি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকস ও সাঁতার বাধ্যতামূলক

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকস ও সাঁতার বাধ্যতামূলক