ভ্যাকসিন না নেওয়ায় ম্যাচ দেখতে পারলেন না ব্রাজিলের রাষ্ট্রপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৭ এএম, ১২ অক্টোবর ২০২১
ভ্যাকসিন না নেওয়ায় ম্যাচ দেখতে পারলেন না ব্রাজিলের রাষ্ট্রপতি

ভ্যাকসিন গ্রহণ না করায় ব্রাজিলের ফুটবল লিগে ম্যাচ দেখতে পারেননি দেশটির রাষ্ট্রপতি জাইর বলসোনারো। জাইর বলসোনারো বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

করোনভাইরাস মহামারি শুরুর পর প্রথমবারের মতো নিজেদের মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয় সান্তোস। তাদের প্রতিপক্ষে গ্রেমিও। মাঠে ভ্যাকসিন নেওয়া দর্শকরাই প্রবেশ করতে পারবে বলে জানিয়েছিল সান্তোস। এ কারণে ম্যাচ দেখতে পারেননি বলসোনারো।

সান্তোস কর্তৃপক্ষ দাবি করেছে, যেসব দর্শক ভ্যাকসিন নিয়েছেন অথবা পিসিআর টেস্টে নেগেটিভ সনদ আছে, তাদেরকেই শুধু মাত্র মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো বলেন, ‘আমি সান্তোসের খেলা দেখতে চেয়েছিলাম। তবে তারা আমাকে আগে ভ্যাকসিন নিতে বলছে।’ তবে প্রশ্ন তোলেন কেন তাকে খেলা দেখার জন্য ভ্যাকসিন নিতে হবে।

ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো ভ্যাকসিন গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন এবং অন্যদেরকেও এ দৃষ্টান্ত অনুসরণ করতে বলেছেন। তার মতে, তিনি ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছে। ফলে তার শরীরে অ্যান্টিবডি রয়েছে। ফলে ভ্যাকসিন গ্রহণের প্রয়োজন নেই।

অবশ্য এ বিষয়টি এখনও অস্পষ্ট যে সান্তোসের কাছেই একটি জায়গায় উইকেন্ড কাটানো ফুটবল ভক্ত বলসোনারো সত্যি সত্যিই ম্যাচটি দেখতে চেয়েছিলেন কি-না, নাকি নিছকই সান্তোস কর্তৃপক্ষের 'ভ্যাকসিন পাসপোর্ট' দাবি করার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেছেন।

এদিকে সান্তোসের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্টের দলের তরফ থেকে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি। তবে তিনি আরও জানান যে সকল ভক্তকেই দেশের স্বাস্থ্য নীতিমালা মেনে চলতে হবে।

এখন পর্যন্ত ব্রাজিলে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬ লক্ষের বেশি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভাবমূর্তি ‌‘ক্ষুণ্ন’ করায় দ্রুততম মানব ইসমাইল এক বছর নিষিদ্ধ

ভাবমূর্তি ‌‘ক্ষুণ্ন’ করায় দ্রুততম মানব ইসমাইল এক বছর নিষিদ্ধ

চাহারের প্রস্তাবে সাড়া দেওয়া কে এই নারী

চাহারের প্রস্তাবে সাড়া দেওয়া কে এই নারী

বিদেশে গোপন বিনিয়োগের তালিকায় টেন্ডুলকারের নাম

বিদেশে গোপন বিনিয়োগের তালিকায় টেন্ডুলকারের নাম

জালাল আহমেদ চৌধুরীর স্মৃতি সংরক্ষণে গুরুত্বারোপ

জালাল আহমেদ চৌধুরীর স্মৃতি সংরক্ষণে গুরুত্বারোপ