আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৯ জানুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৯ জানুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৯ জানুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন, ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৬৮ : ক্যারিবিয়ান কিংবদন্তি জিমি অ্যাডামসের জন্মদিন। খেলোয়াড়ী জীবনে সফল হলেও অধিনায়ক হিসেবে ব্যর্থদের তালিকায় শুরুর দিকেই থাকবেন তিনি। একমাত্র অধিনায়ক হিসেবে নিজের অধিনায়কত্বের প্রথম সাত ম্যাচেই হারের মুখ দেখেছিলেন জিমি অ্যাডামস।

১৯৭৫ : অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ১৭১ রানে হেরেছিল ইংল্যান্ড। নিয়মিত অধিনায়ক মাইক ডেনেসের পরিবর্তে জন এডরিখকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। ডেনিস লিলির বলে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান মাইক ডেনেস।

১৯৭১ : ইংলিশ কিংবদন্তি বব উইলিসের অভিষেক। ক্যারিয়ারের ৯০ টেস্টে ৩২৫ উইকেট শিকার করেছিলেন তিনি।

১৯৯৬ : দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি শন পোলকের অভিষেক। অভিষেক ম্যাচে ৩৪ রানে ৪ উইকেট শিকার করে নিজের অস্তিত্ব জানান তিনি।

১৯৫৬ : ডেভিড স্মিথের জন্মদিন। ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বলার মতো কিছুই করেননি তিনি। তবে ১৯৮৫-৮৬ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের বাজে পারফর্মেন্সের মধ্যেও সফল ব্যাটার ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে ৪৭ এবং ৩২ রানের দুই ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি।

১৯৯৬ : মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পাঁচ বছর পর রমেশ কালুভিতারানাকে ওপেনিংয়ে তুলে এনেছিল শ্রীলঙ্কা। কৌশলটা কাজেও দিয়েছিল ভালো, ৭৭ রান করে শ্রীলঙ্কাকে জয় এনে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে। এই বদলের আসল সুফল শ্রীলঙ্কা অবশ্য পেয়েছিল ১০ সপ্তাহ পরে, বিশ্বকাপই তো জিতেছিল তারা!

১৯২৮ : উইলিয়াম বক, ৮১ বছর বয়সেও আম্পায়ারিং করেছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সী আম্পায়ার তিনি।

১৮৭১ : চার্লস কর্টরাইটের জন্মদিন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। তবে কখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাননি তিনি। তার করা বলে এতো বাউন্স হতো যে এক ড্রপেই তার বল মাঠের বাইরে চলে যেতো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৮ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৮ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৭ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৭ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৬ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৬ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৫ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৫ জানুয়ারি