আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৩ জানুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৩ জানুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৫৮ : পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার হানিফ মোহাম্মদ বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৭০ মিনিট ব্যাটিং করে রেকর্ড গড়েছিলেন। এ সময় ৩৩৭ রানের ইনিংস খেলেন তিনি।

১৯৭১ : কিউই উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম পারোরির জন্মদিন। ক্যারিয়ারে খেলেছিলেন ৭৮ টেস্ট। ক্যারিয়ারের দুই সেঞ্চুরির দ্বিতীয়টি করেছিলেন নাথান অ্যাশেলের সাথে অষ্টম উইকেট জুটিতে। হিমালয়জয়ী একমাত্র ক্রিকেটার ছিলেন তিনি।

১৯৪৮ : ক্যারিয়ারে ১২তম এবং শেষ বারের মতো দ্বিশতক হাঁকান কিংবদন্তি ব্যাটার স্যার ডন ব্রাডম্যান। এ ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ভারত।

১৯৫২ : দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ ক্রিকেটার ওমর হেনরির জন্মদিন। ১৯৯২ সালে ৪০ বছর বয়সে টেস্ট ক্রিকেটে খেলেন তিনি।

১৯৬০ : অস্ট্রেলিয়ান ব্যাটার গ্রেগ রিচির জন্মদিন। ১৯৮৫ সালে লর্ডসে অ্যালান বোর্ডারের সাথে ২১২ রানের ম্যাচ জুটি গড়ে ম্যাচ জেতান রিচি।

১৯৫৪ : অজি লেগ স্পিনার ট্রেভর হন্স-র জন্মদিন। ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

১৯৯৬ : কিউই ব্যাটার ক্রিস কোয়ার্নস, জিম্বাবুয়ের বিপক্ষে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন।

১৯৪৬ : পাকিস্তানের ডান হাতি পেসার আসিফ মাসুদের জন্মদিন। পাকিস্তানের শুরুর দিকে কিংবদন্তি বোলার হিসেবে তাকে বিবেচনা করা হয়।

২০০১ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৮ রানে চার উইকেট শিকার করেন জিম্বাবুয়ের পেসার হিথ স্ট্রিক। মূলত এ সময় থেকেই ওয়েস্ট ইন্ডিজের স্বর্নালী সময়ের সমাপ্তির শুরু।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২২ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২২ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২১ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২১ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২০  জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২০ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৯ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৯ জানুয়ারি