আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৩ ফেব্রুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৩ ফেব্রুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৭৪ : পোর্ট অব স্পেনে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। এ ম্যাচে দ্বিতীয় দিনের শেষ বলে ক্যারিবিয়ান ব্যাটার আলভিন কালিচরণকে ম্যানকাড আউট করেন বোলার টনি গ্রেগ। শেষ পর্যন্ত মাঠে অনেকক্ষণ আলোচনার পর এ নিজের আপিল সরিয়ে নেন গ্রেগ।

১৯৩৬ : অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার বব সিম্পসনের জন্মদিন। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন তিনি।

১৯৯৮  : অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। ল্যান্স ক্লুজনার, ব্রায়ান ম্যাকমিলান, শন পোলক ও প্যাট সিমকক্সের ব্যাটিংয়ে জয়ের সুবাতাস পাচ্ছিলো প্রোটিয়ারা। তবে মার্ক ওয়াহ’র ৪০৪ মিনিট ব্যাট করে ১১৫ রানের দারুণ ইনিংসে ম্যাচ ড্র করে অজিরা।

১৯৭৮ : অজিদের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছিল ভারত। তবে শেষ টেস্টে ভারতকে জয়ের জন্য ৪৯৩ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। জয় পেতে পেতে হেরে যায় ভারত। ৪৪৫ রানে অলআউট হন ভারতীয়রা।

১৯৬৬ : কিউই ক্রিকেটার ড্যানি মরিসনের জন্মদিন। ক্রিকেটার নয় বরং ধারাভাষ্যকার হিসেবে বেশি খ্যাতি অর্জন করেছেন তিনি।

১৮৫১ : ইংলিশ ব্যাটার লর্ড হ্যারিসের জন্মদিন। ক্রিকেটার নয় বরং ক্রিকেট প্রশাসক হিসেবে নিজেকে বেশ ভালোভাবে চিনিয়েছেন তিনি।

১৯৯২ : অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১২ রানের ইনিংস খেলেছিলেন শচীন টেন্ডুলকার। ক্যারিয়ারের শুরুর দিকে পার্থে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে এ সেঞ্চুরি টেন্ডুলকারকে অনন্য উচ্চতায় তুলেছিল।

১৯১৯ : সামারসেট কিংবদন্তি বিল অ্যালেইয়ের জন্মদিন। নাইট ক্লাব প্রীতিসহ বিভিন্ন কারণে ক্রিকেট ক্যারিয়ার বড় করতে না পারলেও আম্পায়ার হিসেবে দারুণ সফল ছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II  ১ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৩১ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৩১ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৯ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৯ জানুয়ারি