স্বাধীনতা দিবস হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বিজিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২০ মার্চ ২০২২
স্বাধীনতা দিবস হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বিজিবি

স্বাধীনতা দিবস হ্যান্ডবলের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২০ মার্চ) শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ৩৭-৩০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিজিবি।

বিজয়ী দল প্রথমার্ধে ১৫-১২ গোলে এগিয়ে ছিল। বিজিবির হয়ে মেহেদী সর্বোচ্চ ১১ টি গোল করেছেন। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গোলরক্ষক তারিকুর।

ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন স্বাধীতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২২’ -এর সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব এবং ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো. নূরুল ইসলাম, পরিচালনা কমিটির চেয়ারম্যান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিন এবং পরিচালনা কমিটির সম্পাদক মো. মকবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

শর্টস পরায় নরওয়ে নারী হ্যান্ডবল দলকে জরিমানা

শর্টস পরায় নরওয়ে নারী হ্যান্ডবল দলকে জরিমানা

‘আমাকে বলটা দেন, ম্যাচ ঘুরিয়ে দেব’

‘আমাকে বলটা দেন, ম্যাচ ঘুরিয়ে দেব’

ডোমিঙ্গোর ব্যর্থতার পাল্লাটাই বেশি ভারী : মাশরাফি

ডোমিঙ্গোর ব্যর্থতার পাল্লাটাই বেশি ভারী : মাশরাফি

এ জয় ভাষায় ব্যাখ্যা করতে পারবো না: জ্যোতি

এ জয় ভাষায় ব্যাখ্যা করতে পারবো না: জ্যোতি