জেসিআই ঢাকা প্রেস্টিজ ফুটসাল টুর্নামেন্টে লড়াই করবে ২৪ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ এএম, ২৬ আগস্ট ২০২২
জেসিআই ঢাকা প্রেস্টিজ ফুটসাল টুর্নামেন্টে লড়াই করবে ২৪ দল

রাজধানী ঢাকায় দিনব্যাপী বসতে যাচ্ছে জেসিআই ঢাকা প্রেস্টিজ-২০২২ (JCI Dhaka Prestige) ফুটসাল টুর্নামেন্ট সিজন-০১। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৬ আগস্ট) দেশের সবচেয়ে বড় ফুড কোর্ট শেফ’স টেবিল কোর্টসাইডে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন ২৪টি দল অংশগ্রহণ করবে।

টুর্নামেন্টটি শেফ’স টেবিল কোর্টসাইডে (মাদানি অ্যাভিনিউ) ফুটসাল প্রেমীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। যেখানে এক হাজারেরও বেশি দর্শক ভেন্যুতে বসে খেলা উপভোগ করতে পারবেন।

আয়োজক কমিটি থেকে জানানো হয়, প্রত্যেকটি দলে মোট ৯ জন করে খেলোয়াড় এবং একজন ম্যানেজার থাকবেন। ২৪টি দলের মধ্যে দুর্দান্ত প্রতিযোগীতা হবে বলে আশা করা হচ্ছে। যা উপস্থিত দর্শকদের আনন্দ দেবে।

টুর্নামেন্টি সিক্স-এ-সাইড গেম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। যেখানে ফিফার নিয়ম এবং নির্দেশিকা অনুসারে গ্রুপ ছাড়াই নকআউট ফরম্যাটে প্রতিপক্ষ সেট করা হয়েছে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ট্রফি এবং নগদ মূল্য রয়েছে। এছাড়া প্রত্যেক দল এবং খেলোয়াড়দের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

টুর্নামেন্টির প্রেজেন্টেড বাই হিসেবে রয়েছে উইগ্রো (WeGrow) এবং পাওয়ারেড বাই হিসেবে রয়েছে সুফলা বাংলাদেশ। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্পোর্টসমেইল২৪.কম।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

এমন নিশংস হত্যাকাণ্ড পৃথিবীর আর কোথাও হয়নি: পাপন

এমন নিশংস হত্যাকাণ্ড পৃথিবীর আর কোথাও হয়নি: পাপন

অস্বচ্ছল ক্রীড়াসেবীদের ৯২ লাখ টাকার আর্থিক সহায়তা

অস্বচ্ছল ক্রীড়াসেবীদের ৯২ লাখ টাকার আর্থিক সহায়তা

‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন নকীব উদ্দিন

‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন নকীব উদ্দিন

সাকিবের নতুন লুকের রহস্য উন্মোচন

সাকিবের নতুন লুকের রহস্য উন্মোচন