নারী সাফ শিরোপা জয়: প্রধানমন্ত্রীকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন জ্ঞাপন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১০ অক্টোবর ২০২২
নারী সাফ শিরোপা জয়: প্রধানমন্ত্রীকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন জ্ঞাপন

সাফ নারী ফুটবলে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সোমবার (১০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ শুভেচ্ছা জানানো হয়।এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়শিপে দাপটের সঙ্গে খেলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলেন সাবিনা খাতুনরা।

সাবিনা-কৃষ্ণারা শুধু শিরোপাই জেতেননি, ভারতের নারী ফুটবল দলকে প্রথমবারের মতো হারানো ছাড়াও পুরো টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তারা।

নারী ফুটবলে আজকের এ সাফল্যের মূল কৃতিত্বের অধিকারী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, ২০১২ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন তিনি।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রতিবছর কিশোরীদের জন্য বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ নারী ফুটবলের অবিস্মরণীয় এ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

সাফ জয়ী নারী ফুটবল দলকে কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

সাফ জয়ী নারী ফুটবল দলকে কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

বীরের বেশে সাতক্ষীরায় ফিরলেন ক্যাপ্টেন সাবিনা

বীরের বেশে সাতক্ষীরায় ফিরলেন ক্যাপ্টেন সাবিনা

বিমানবন্দরে কৃষ্ণাদের লাগেজ ভেঙে ডলার চুরি!

বিমানবন্দরে কৃষ্ণাদের লাগেজ ভেঙে ডলার চুরি!

সাবিনা-কৃষ্ণাদের ৫০ লাখ টাকা উপহার দিবে বিসিবি

সাবিনা-কৃষ্ণাদের ৫০ লাখ টাকা উপহার দিবে বিসিবি