ওয়ার্ল্ড আর্চারিতে বাংলাদেশকে পদক উপহার দিলেন রুমান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১৬ জুন ২০১৯

দেশের হয়ে গলফার সিদ্দিকুরের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছেন আর্চার রুমান সানা। এবার ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে পদক জয় করেছেন। ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে এটিই প্রথম বাংলাদেশের প্রথম পদক।

রোববার (১৬ জুন) নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের পুরুষ এককের ব্রোঞ্জের লড়াইয়ে ৭-১ সেট পয়েন্টে ইতালির নেসপলি মাওরোকে হারিয়েছেন রুমান।
sportsmail24
এর আগে চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠে নতুন ইতিহাস গড়েন রুমান। অর্জন করেছেন ২০২০ সালে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতাও।

সেমিফাইনালে মালয়েশিয়ার খায়রুল আনোয়ারের কাছে ৭-৩ সেটে হেরেছিলেন রুমান। কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের ফন ডেন বার্গকে ৬-২ সেটে পয়েন্টে হারিয়েছিলেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইতিহাস গড়ে অলিম্পিকে রোমান সানা

ইতিহাস গড়ে অলিম্পিকে রোমান সানা

চীনের আরচ্যারি বিশ্বকাপে বাংলাদেশ

চীনের আরচ্যারি বিশ্বকাপে বাংলাদেশ

দুই স্বর্ণ জয়ে রানার্সআপ বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

দুই স্বর্ণ জয়ে রানার্সআপ বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

বাংলাদেশের ব্রোঞ্জ জয়, রিকার্ভ এককে প্রথম রুমান সানা

বাংলাদেশের ব্রোঞ্জ জয়, রিকার্ভ এককে প্রথম রুমান সানা