চীনের আরচ্যারি বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৪ মে ২০১৯
চীনের আরচ্যারি বিশ্বকাপে বাংলাদেশ

ফাইল ছবি

চীনের সাংহাইতে অনুষ্ঠেয় আরচ্যারি বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। সাংহাইতে আগামী ৬ থেকে ১২ মে এ বিশ্ব আসর অনুষ্ঠিত হবে। আসরের স্টেজ-২তে অংশ নিতে আজ (শনিবার) রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল।

বাংলাদেশ রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে পুরুষ ও নারী দল এ আসরে অংশ নেবে। ১০ সদস্যের বাংলাদেশ দলে সাতজন আরচ্যার ও তিনজন কর্মকর্তা রয়েছেন।

প্রতিযোগিতায় মোট ৪০ দেশ থেকে প্রায় ৩০০ আরচার অংশগ্রহণ করছেন। আগামী জুনে নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই এ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

২০১৮ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্বকাপ স্টেজ ৪-এ প্রথমবার অংশ নেন বাংলাদেশের আরচ্যাররা। সেই আয়োজনে বাংলাদেশের অন্যতম সেরা আরচ্যার রুমান সানা রিকার্ভ পুরুষ এককে ৩৮ জনের মধ্যে ১৭তম হয়েছিলেন।

এ ছাড়া কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগও বাংলাদেশ ৮ম স্থান অর্জন করেছিল। এবারও এই দুটি ইভেন্টেই বাংলাদেশ ভালো করার আশা করছে।

স্টেজ-২ প্রতিযোগিতার রিকার্ভ পুরুষ ইভেন্টে অংশ নিচ্ছেন- রুমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো. ইমদাদুল হক মিলন ও রিকার্ভ মহিলা ইভেন্টে একমাত্র আরচ্যার হিসেবে অংশ নিচ্ছেন বিউটি রায়।

এ ছাড়া কম্পাউন্ড পুরুষ ও কম্পাউন্ড নারী বিভাগে অংশ নিচ্ছেন- যথাক্রমে অসীম কুমার দাস ও সুস্মিতা বনিক।


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই স্বর্ণ জয়ে রানার্সআপ বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

দুই স্বর্ণ জয়ে রানার্সআপ বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

বাংলাদেশের ব্রোঞ্জ জয়, রিকার্ভ এককে প্রথম রুমান সানা

বাংলাদেশের ব্রোঞ্জ জয়, রিকার্ভ এককে প্রথম রুমান সানা

দক্ষিণ এশীয় আরচ্যারিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দক্ষিণ এশীয় আরচ্যারিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বছরের প্রথম হার ফেদেরার

বছরের প্রথম হার ফেদেরার