সব ধরনের খেলা থেকে চার বছরের জন্য নিষিদ্ধ রাশিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৯
সব ধরনের খেলা থেকে চার বছরের জন্য নিষিদ্ধ রাশিয়া

ডোপ টেস্ট কেলেঙ্কারিতে পড়ে সব ধরনের খেলা থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছে রাশিয়া। এর ফলে ২০২০ সালে অনুষ্ঠিতব্য অলিম্পিক এবং ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে না ২০১৮ সালের ফিফা বিশ্বকাপের স্বাগতিক হওয়া রাশিয়া।

ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ডব্লিউএডিএ) এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার (৯ ডিসেম্বর) ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির কার্যনির্বাহী সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

রাশিয়ার বিপক্ষে ২০১৯ সালে জানুয়ারির তদন্তে ডোপিংয়ের নমুনা নিয়ে কারসাজি করার অভিযোগ উঠেছিল। এর আগে সাংগঠনিকভাবে পারফরম্যান্স বর্ধক ওষুধ ব্যবহারে অনুপ্রেরণা দেওয়া ও নমুনা নিয়ে কারসাজির কারণে ২০১৬ রিও অলিম্পিকেও দেশটির অ্যাথলেটিকস দলের ওপর নিষেধাজ্ঞা পড়েছে।

রাশিয়ার পতাকায় খেলতে পারেননি কেউ। যেসব ক্রীড়াবিদ নিজেকে নির্দোষ প্রমাণ করে নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন শুধু তারাই শুধু অলিম্পিকে যোগ দিয়েছিলেন।

এবারও রাশিয়া সব ধরনের খেলা থেকে নিষিদ্ধ হলেও ডোপ কেলেঙ্কারিতে জড়িত নন এমন খেলোয়াড়রা নিরপেক্ষ পতাকা নিয়ে অলিম্পিকে অংশ নিতে পারবেন।

দক্ষিণ কোরিয়ার পাইওংচাংয়ে ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকে ১৬৮ জন রাশিয়ার অ্যাথলেট নিরপেক্ষ পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন। কারণ, ২০১৫ সাল থেকে অ্যাথলেটিক্সে দেশ হিসেবে রাশিয়ার অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এবার সব ধরনের খেলার পের নিষেধ্জ্ঞা এলো।


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুর্দান্ত জয়

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুর্দান্ত জয়

এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক জিতলেন হোমায়রা

এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক জিতলেন হোমায়রা

টাইগারদের অনিশ্চিত সফরে পাকিস্তানের নতুন প্রস্তাব

টাইগারদের অনিশ্চিত সফরে পাকিস্তানের নতুন প্রস্তাব

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা