বাংলাদেশের দুস্থ মানুষের পাশে কোচ জেমি ডে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০১ এপ্রিল ২০২০
বাংলাদেশের দুস্থ মানুষের পাশে কোচ জেমি ডে

ফাইল ছবি

করোনারভাইরাসের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া মানুষ গুলো। সবকিছু বন্ধ থাকায় বন্ধ হয়ে আছে তাদের উপার্জনের পথ। ইতোমধ্যে অসহায় ও দুস্থদের সাহায্য করতে এগিয়ে এসেছেন অনেকেই। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে প্রতিদিন ৩০০ অসহায় মানুষকে খাবার সরবরাহ করা হচ্ছে। সেখানে সহযোগিতার হাত বাড়িয়েছেন জেমি।

বুধবার (১ এপ্রিল) দুপুরে বাফুফে ভবনে জেমির দেওয়া অর্থে খাবার পাবে গরিব অসহায় মানুষ। বিষয়টি নিশ্চিত করেছেন জেমি ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

সহযোগিতার ব্যাপারে জেমি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘করোনাভাইরাসের সময়ে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অবস্থা খুবই খারাপ। তাই আমি অসহায়দের জন্য এক বেলা খাবারের সহায়তা করেছি।’

বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিদিনই ৩০০ অসহায় মানুষকে খাবার সরবরাহ করছে। জেমি বিষয়টি জানতে পেরে আগ্রহ প্রকাশ করে। তাই কোচ জেমি ডের সহায়তায় আজ দুপুরে ৩০০ লোকের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তাঁর এই উদ্যোগ প্রশংসনীয়।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটের তীর্থভূমিতে করোনাযোদ্ধাদের নিবাস

ক্রিকেটের তীর্থভূমিতে করোনাযোদ্ধাদের নিবাস

স্থগিত হলো আন্তর্জাতিক টেবিল টেনিস টুর্নামেন্ট

স্থগিত হলো আন্তর্জাতিক টেবিল টেনিস টুর্নামেন্ট

মাথা ন্যাড়া করে যে সম্মান জানালেন ওয়ার্নার

মাথা ন্যাড়া করে যে সম্মান জানালেন ওয়ার্নার

করোনায় প্রাণ হারালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রীড়াবিদ আজম খান

করোনায় প্রাণ হারালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রীড়াবিদ আজম খান