‘কালু’ ডাকায় ক্ষমা চাইতে বললেন স্যামি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১১ জুন ২০২০
‘কালু’ ডাকায় ক্ষমা চাইতে বললেন স্যামি

ফাইল ছবি

কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে আফ্রিকান-আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডকে হাঁটুতে পিষে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য পুলিশ। এই নির্মম হত্যার ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে ফেটে পড়ে পুরো যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব।

এরমধ্যে পুরনো স্মৃতি খুঁজে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি জানান, আইপিএলেও তাকে বর্ণবাদী নামে ডাকা হতো। আইপিএল খেলার সময় তাকে ও শ্রীলঙ্কার থিসারা পেরেরাকে ‘কালু’ নামে ডাকা হতো। স্যামির এমন মন্তব্যের পর ভারতের কিছু খেলোয়াড় জানান, এমন কোন কিছু কখনও হয়নি।

কিন্তু স্যামিকে বর্ণবাদী নামে ডাকার প্রমাণ মিলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভারতের পেসার ইশান্ত শর্মার পুরানো এক পোস্ট নিশ্চিত করেছে, স্যামিকে ‘কালু’ নামে ডাকা হত। যা বর্ণবাদী শব্দ হিসেবে পরিচিত।

২০১৪ সালের ১৪ মে ভারতের পেসার ভুবনেশ্বর কুমার, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও স্যামির সাথে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন ইশান্ত। ওই পোস্টে স্যামিকে ‘কালু’ বলে সম্বোধন করেছিলেন ইশান্ত।

তাই ইনস্টাগ্রামে এক বার্তায় ক্ষমা চাইতে বললেন স্যামি। তিনি বলেন, ‘যারা আমাকে ওই নামে ডাকতো, কোনোভাবে যদি তার অর্থ এমনই হয়, তবে আমি খুব হতাশ। আমি তাদের বার্তা পাঠাব। তোমরা জানো তোমরা কারা। আমি স্বীকার করছি, যখন ওই নামে আমাকে ডাকা হতো, আমি জানতাম না অর্থ কি।’

‘আমি ভেবেছিলাম, সতীর্থরা মজা করে কিছু বলছে। কিন্তু এখন বুঝতে পারছি, এটা মোটেও মজার কিছু ছিল না, বিষয়টা বুঝতে পারার পর আমি ভীষণ হতাশ ও ক্ষুব্ধ। এটা ছিল অপমানজনক। আমি প্রচন্ড ক্ষুব্ধ। তোমাদের ক্ষমা চাওয়া উচিত। কারণ, তোমাদের সবাইকে আমি ভাইয়ের মতো দেখতাম।’

তিনি আরও বলেন, ‘যারা আমাকে ওই নামে ডাকতো, তোমাদের কয়েকজনের কাছে আমার ফোন নাম্বার আছে, ইনস্টাগ্রাম-টুইটার আছে। আমার সাথে যোগাযোগ করো, দয়া করে বিষয়টা পরিস্কার করা হোক।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যুদ্ধ নয়, আমরা কেবল শ্রদ্ধা ও সমতা চাই : ব্রাভো

যুদ্ধ নয়, আমরা কেবল শ্রদ্ধা ও সমতা চাই : ব্রাভো

নেইমারের বিরুদ্ধে সমকামী অধিকার কর্মীর মামলা

নেইমারের বিরুদ্ধে সমকামী অধিকার কর্মীর মামলা

আরও ১৫০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আরও ১৫০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

করোনার মতো বর্ণবাদও থামাতে হবে : স্টার্লিং

করোনার মতো বর্ণবাদও থামাতে হবে : স্টার্লিং