ফ্রেন্স ওপেনে নিয়ম মানতে রাজী নন নাওমি ওসাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৫ এএম, ২৮ মে ২০২১
ফ্রেন্স ওপেনে নিয়ম মানতে রাজী নন নাওমি ওসাকা

বর্তমানে করোনাভাইরাসের প্রভাবে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানসিক স্বাস্থ্য। বন্দি জীবনে সবার জন্যই মানসিক স্বাস্থ্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ক্রীড়াজগতের তারকাও এর বাইরে নন। এ কারণেই ফ্রেন্স ওপেন চলাকালীন কোনো সাংবাদিক সন্মেলন করবেন না জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা।

ফ্রেন্স ওপেন শুরুর আগ মুহুর্ত্বে নিজের নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এক তথ্য জানান নাওমি ওসাকা। নিজের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

নিজের পোস্টে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি রোলা গারোতে কোনো ধরনের সংবাদ সন্মেলন করবো না। আমার কাছে মনে হয় সাধারণ লোকজন ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেয় না। আর সাংবাদিকরা একই ধরনের প্রশ্ন করে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেন। এ কারণেই আমি সংবাদ সন্মেলনে থাকবো না।’

ফ্রেন্স ওপেনের নিয়ামনুযায়ী ম্যাচ শেষে প্রত্যেক খেলোয়াড়ের সংবাদ সন্মেলনে অংশ গ্রহণ করা বাধ্যতামূলক। সংবাদ সন্মেলনে অংশ না নিলে বড় ধরনের আর্থিক জরিমানা করতে পারে ফ্রেন্স ওপেন কতৃপক্ষ। তাই, ২৩ বছর বয়সী এ সাংবাদিক আশা করেন তাকে যে অর্থ জরিমানা করা হবে তা যেন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনে দান করা হয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনায় ১২তম শিরোপা জিতলেন নাদাল

বার্সেলোনায় ১২তম শিরোপা জিতলেন নাদাল

১৫ বছর বয়সেই এতো অর্জন ইয়েলার

১৫ বছর বয়সেই এতো অর্জন ইয়েলার

ফেদেরার-নাদাল-জকোভিচের পর সরে দাঁড়ালেন সেরেনা

ফেদেরার-নাদাল-জকোভিচের পর সরে দাঁড়ালেন সেরেনা

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা