আবারও বাতিল জোকোভিচের ভিসা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২২
আবারও বাতিল জোকোভিচের ভিসা

বিমানবন্দরে আটকা পড়ার পর আদালতের মাধ্যমে অস্ট্রেলিয়া প্রবেশের অনুমতি পেয়েছিলেন বিশ্ব সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। পরবর্তীতে তাকে রেখেই অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়া ওপেনের ড্র। তবে কোর্টে নামার আগে আবারও বিপাকে পড়লেন তিনি। জনস্বার্থের ঝুঁকির কথা বলে দেশটির ইমিগ্রেশন মন্ত্রী দ্বিতীয় বারের মতো জোকোভিচের ভিসা বাতিল করেছেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) দেওয়া এ বিষয়ে এক বিবৃতিতে জোকোভিচের ভিসা দ্বিতীয় বারের মতো বাতিল করার তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হক বলেছেন, ‍“মাইগ্রেশন অ্যাক্টের ১৩৩সি(৩) ধারার অধীনে জনগণের স্বাস্থ্য এবং শৃঙ্খলা বজায় রাখায় ভিত্তিতে নোভাক জোকোভিচের ভিসা বাতিল করা হয়েছে। সিদ্ধান্তটি এ এলাকায় বসবাসরত জনগণের স্বার্থে নেওয়া হয়েছে।”

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হক জোকোভিচের ভিসা আবার বাতিল করার ক্ষেত্রে বিচক্ষণতা ব্যবহার করেছেন। কারণ, দেশটির একটি আদালত পূর্বের ভিসা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং জোকোভিচকে অভিবাসন আটক কেন্দ্র থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন

দ্বিতীয় বারের মতো ভিসা বাতিল হওয়া অস্ট্রেলিয়া ওপেনের জোকোভিচের অংশগ্রহণ আবারও ঝুঁকির মুখে পড়লো। যদিও এর আগে আদালতের মাধ্যমে মুক্তি পেয়ে অস্ট্রেলিয়া ওপেনের কোর্টে ফেরার আশায় ছিলেন তিনি। এছাড়া শঙ্কা থাকার পরও জোকোভিচকে নিয়েই অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়া ওপেনের ড্র

এদিকে, আবারও ভিসা বাতিল হওয়ায় জোকোভিচকে আবারও যেতে হবে আদালতে। দ্বিতীয়বার ভিসা বাতিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ না করলে বা চ্যালেঞ্জ করেও জিততে না পারলে জোকোভিচের আর কোর্টে নামা হবে না।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোভিড আক্রান্ত হয়েও জনসম্মুখে যাওয়ার কথা স্বীকার জোকোভিচের!

কোভিড আক্রান্ত হয়েও জনসম্মুখে যাওয়ার কথা স্বীকার জোকোভিচের!

অস্ট্রেলিয়াকে আদালত দেখিয়ে টেনিস কোর্টে জোকোভিচ

অস্ট্রেলিয়াকে আদালত দেখিয়ে টেনিস কোর্টে জোকোভিচ

ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন জোকোভিচ

ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন জোকোভিচ

মেদভেদেভকে হারিয়ে প্যারিস মাস্টার্সের শিরোপা জিতলেন জোকোভিচ

মেদভেদেভকে হারিয়ে প্যারিস মাস্টার্সের শিরোপা জিতলেন জোকোভিচ