রাজশাহীতে অনুষ্ঠিত ‘রাজশাহী ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বালাদেশের জারিফ আবরার। ফাইনালে টপ সিড থাইল্যান্ডের নাপাত পাত্তানালারথানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
শুক্রবার (১০ অক্টোবর) রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অনূর্ধ্ব-১৮ টেনিস টুর্নমেন্টের বালক একক ও বালিকা এককের দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়।
দুই নম্বর কোর্টে সরাসরি ২-০ সেটে ৭-৬ (৩), ৬-৪ থাইল্যান্ডের নাপাত পাত্তানালারথানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন বাংলাদেশের জারিফ আবরার। যা এবার প্রথমবারের মতো বাংলাদেশের কোন খেলোয়াড় আইটিএফ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনির জে-৩০ গ্রুপে চ্যাম্পিয়ন হলো।
জারিফ আবরারের এ জয় বাংলাদেশ টেনিস ফেডারেশন তথা বাংলাদেশ টেনিসের জন্য একটি গর্বের বিষয় উল্লেখ করেছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন)।
হাড্ডাহাড্ডি ফাইনালে জারিফ আবরার শেষ সেটে ৫টি ম্যাচ পয়েন্ট নষ্ট করেও সেটটি জিতে নেন। অন্যদিকে, বালিকাদের ফাইনালেও চরম উত্তোজনাপূর্ণ ছিল। সাড়ে ৩ ঘণ্টার ফাইনালে চীনের জিজি ইয়ান ৭-৫ গেমে প্রথম সেট জিতেন। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মালদ্বীপের টপসিট-টু আরা আসাল আজিম।
দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিজি ইয়ান জিতলে ম্যাচ তৃতীয় সেটে গড়ায়। তবে শেষ সেটে আজিম কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ৬-৩ গেমে শেষ সেট জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জিজি ইয়ান।
ফাইনাল শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহম্মেদ এনডিসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিনুল হাসান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান, রাজশাহী টেনিস কমপ্লেক্সের এডহক কমিটির অহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, চায়না, ভারত, জাপান, মালদ্বীপ, কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও আমেরিকা মোট ১০টি দেশ থেকে ৩৮ জন বালক ও ২০ জন বালিকা টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন।

মো. ফয়সাল আলম