বিপিএলে ফিরছে দর্শক, তবে বিক্রি হবে না টিকিট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২
বিপিএলে ফিরছে দর্শক, তবে বিক্রি হবে না টিকিট

ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছিল না দর্শক প্রবেশের অনুমতি। তবে সরকারের সবুজ সঙ্কেত পেয়ে বিপিএলের প্লে-অফ থেকে মাঠে ফিরছে দর্শক। যদিও সিমিত সংখ্যক দর্শক প্রবেশের সুযোগ দিতে বিক্রি করা হচ্ছে না টিকিট।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “আমাদের বিসিবি সভাপতি (নাজমুল হাসান পাপন) সরকারের সাথে কথা বলেছেন। আমরা অনুমতি পেয়েছি। তবে ফুললি না, কিছু সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।”

তানভীর আহমেদ টিটু বলেন, “তিন-চার হাজারের মতো দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে আমরা (বিসিবি) টিকিট বিক্রি করবে না। ফ্র্যাঞ্জাইজিগুলোকে টিকিট দিয়ে দেওয়া হবে। তারা তাদের মতো করে দর্শক আনবে। তবে করোনা প্রোটকর এবং স্বাস্থ্য বিধি মেনে প্রবেশ করতে হবে।”

বিপিএলে সিমিত সংখ্যক ফিরলেও সামনের সিরিজগুলোতে বড় পরিসরে দশর্ক ফেরানোর সম্ভবনা তৈরি হলো বলে মনে করছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান। বলেন, “বিপিএলে দশর্ক ফিরলো, এখন সামনে আফগানিস্তান সিরিজ। সিরিজটি শুরু হতে এখনো বেশ সময় বাকি রয়েছে। পরিস্থিতি (করোনা) আরও উন্নত হলে সেখানে বেশি সংখ্যক দর্শক ফেরাতে পারবো।”

বিপিএলের চলমান অষ্টম আসরে রাউন্ড পর্বের খেলা শেষ হয়েছে। এখন লড়াই চলবে শীর্ষ চার দলের প্লে-অফ। গ্রুপ পর্ব মেষ হওয়ায় একদিন বিরতি দিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে প্লে-অফের খেলা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আমাদের সেরাটা দিতে পারিনি, ভাগ্য খুব সহায় ছিল না: বিজয়

আমাদের সেরাটা দিতে পারিনি, ভাগ্য খুব সহায় ছিল না: বিজয়

চূড়ান্ত হলো বিপিএলের প্লে-অফের চার দল

চূড়ান্ত হলো বিপিএলের প্লে-অফের চার দল

বল টেম্পারিং: রবি বোপারোকে বিসিবির কঠোর শাস্তি

বল টেম্পারিং: রবি বোপারোকে বিসিবির কঠোর শাস্তি

ধূমপান করে ‘ওয়ার্নিং’ পেলেন মোহাম্মদ শাহজাদ

ধূমপান করে ‘ওয়ার্নিং’ পেলেন মোহাম্মদ শাহজাদ