নানা আলোচনার পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি)-কে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইপিএল আয়োজনের অভিজ্ঞ থাকা এ প্রতিষ্ঠানের সাথে তিন বছরের চুক্তি করেছে বিসিবি।
সিলেটে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার চলমান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির দিন সোমবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ২১তম সাধারণ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে বিসিবি সহ-সভাপতি নাজমুল আবেদিন ফাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বিপিএলের স্পোর্টস মার্কেটিং কনসালটেন্ট ফার্ম হিসেবে আইএমজিকে ঠিক করা হয়েছে। আইএমজি অন্যতম সেরা মার্কেটিং ফার্ম। আমরা জানি বিপিএলের কী অবস্থা এখন। বিপিএলের মান পুনরুত্থানের যে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার মধ্যে অন্যতম এটি।”
বিসিবির এ পরিচালক বলেন, “আমরা জানি, আইএমজি একটি খ্যাতিমান কনসালটেন্সি ফার্ম। আমরা আশা করছি, বিপিএল আয়োজনে আইএমজি খুব ভালো ভূমিকা রাখতে পারবে।”
আইএমজি এর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাথমিকভাবে তিন বছরের চুক্তি হয়েছে বলে জানান নাজমুল আবেদীন ফাহিম।
বিপিএলের পরামর্শক প্রতিষ্ঠান হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল মোট পাঁচটি প্রতিষ্ঠান। তাদের মধ্য থেকে দীর্ঘ প্রক্রিয়া শেষে আইএমজিকে বেছে নিলো বিসিবি।
আইপিএল ছাড়াও প্রতিষ্ঠানটির ফিফা, অলিম্পিক, এএফপি টেনিস, মেজর লিগ সকার, মোটো জিপি, এনবিএ (বাস্কেটবল), ইউএস ওপেন, উইম্বলডন, রাগবি, লা লিগা, কোপা আমেরিকাসহ বিশ্বের অনেক বড় বড় আসরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।