চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে অনুষ্ঠিত বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ড সভা শেষে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এ তথ্য নিশ্চিত করেছেন। বলেন, “অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ চলাকালে সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত হয় বিসিবির ২১তম বোর্ড সভা।
নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে উল্লেখ করে ফাহিম আরও জানান, এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়নি। কয়েক দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে।
কমিশন গঠনের দায়িত্ব বিসিবি সভাপতির উপর ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে ফাহিম বলেন, “ইতিমধ্যে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে এবং খুব শিগগিরই তিন সদস্যের একটি কমিশন চূড়ান্ত করা হবে। আশা করছি, দুই-তিন দিনের মধ্যে এটি ঘোষণা করা হবে।”