ঢাকায় দেখা হলো ওয়ার্নার-মোস্তাফিজের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২২ এএম, ০৫ জানুয়ারি ২০১৯
ঢাকায় দেখা হলো ওয়ার্নার-মোস্তাফিজের

বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ২০১৬ সালে আইপিএলে সুযোগ পান সানরাইজার্স হায়দরাবাদে দলের হয়ে। সে সময় অধিনায়ক হিসেবে পান ডেভিড ওয়ার্নারকে। আসরের সেরা উদীয়মান খেলোয়াড় হন মোস্তাফিজ এবং হায়দরাবাদকে শিরোপা অর্জনে রাখেন দারুণ ভূমিকা।

এরপর বিভিন্ন সময় তাদের দেখা হলেও একি দলের হয়ে আর খেলা হয়নি তাদের। ওয়ার্নার গত আইপিএলে নিষিদ্ধ ছিলেন। দীর্ঘদিন পর তারা দু’জনের আবারও দেখা হলো। যে মোস্তাফিজের জন্য ওয়ার্নার বাংলা শিখতে চেয়েছিলেন তিনি এবার খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

শনিবার (৫ জানুয়ারি) থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। এ আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করছেন ওয়ার্নার। খেলবেন সিলেট সিক্সার্সের হয়ে। আর মোস্তাফিজ খেলবেন রাজশাহী কিংসের হয়ে।

গত বৃহস্পতিবার ঢাকার এক হোটেলে দেখা হয়ে গেল এ দুই তারকার। মোস্তাফিজকে দেখেই এগিয়ে আসেন ওয়ার্নার এবং কুশল বিনিয়ম করেন।

অস্ট্রেলিয়ার মূলধারার ক্রিকেটে নিষিদ্ধ ডেভিড ওয়ার্নার। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল ট্যাম্পারিংয়ের ঘটনায় তাকে নিষিদ্ধ করা হয়। সেই নিষেধাজ্ঞা শেষ হবে আগামী মার্চে। তার আগে বিপিএল দিয়ে প্রস্তুত হয়ে উঠার চেষ্টা করবেন ওয়ার্নার।

ঢাকয় সংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিপিএল খেলতে পারা দারুণ আনন্দের। যদিও এখানকার কন্ডিশন অস্ট্রেলিয়ার চেয়ে একদম আলাদা। তারপরও আমার মনে হয় বিপিএল আমার জন্য খুব ভালো কাজে দেবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

শুরু হচ্ছে বিপিএল, প্রথম দিনই মাঠে নামছে চার দল

শুরু হচ্ছে বিপিএল, প্রথম দিনই মাঠে নামছে চার দল

নিজেকে ক্রিকেটার হিসেবেই ভাবতে চান এমপি মাশরাফি

নিজেকে ক্রিকেটার হিসেবেই ভাবতে চান এমপি মাশরাফি

বিপিএলে ৭ দলের চূড়ান্ত স্কোয়াড

বিপিএলে ৭ দলের চূড়ান্ত স্কোয়াড

রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ

রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ