রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯
রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসরে রাজশাহী কিংসের অধিনায়ক হিসেবে দিায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। সহ-অধিনায়কি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। আজ বৃহস্পতিবার  রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজি এ ঘোষণা দেয়।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলে নেতৃত্ব দিয়ে ইতিমধ্যেই বেশ নাম কামিয়েছিলেন মিরাজ। দেশের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বেশ কয়েক বছর ধরেই মিরাজকে তৈরি করা হচ্ছে। আসন্ন বিপিএলে রাজশাহী কিংসের মতো এক ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হওয়াটা মিরাজের উন্নতির পক্ষে অনেক সহায়ক হবে, এমনটাই মনে করা হচ্ছে। 

রাজশাহী কিংসে দেশি তারকাদের মধ্যে রয়েছেন মুমিনুল হক, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান। বিদেশি তারকাদের মধ্যে আছেন  শ্রীলঙ্কার ইসুরু উদানা এবং সেকুজে প্রসন্ন, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ এবং নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাট।

দলের কোচ হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক বিধ্বংসী অল-রাউন্ডার ল্যান্স ক্লুজনার। দারুণ এই সেটআপ নিয়েই শিরোপার স্বপ্ন দেখছে রাজশাহী কিংস।


শেয়ার করুন :


আরও পড়ুন

সিলেট সিক্সার্সের হয়ে খেলতে ঢাকায় ওয়ার্নার

সিলেট সিক্সার্সের হয়ে খেলতে ঢাকায় ওয়ার্নার

যেভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট

যেভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট

মাঠে ফিরলেন ‘এমপি' মাশরাফি

মাঠে ফিরলেন ‘এমপি' মাশরাফি

৯৬ ভাগ ভোট পেয়ে এমপি হলেন মাশরাফি

৯৬ ভাগ ভোট পেয়ে এমপি হলেন মাশরাফি