প্রথম ম্যাচে টস ভাগ্যে মাশরাফির হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৬ পিএম, ০৫ জানুয়ারি ২০১৯
প্রথম ম্যাচে টস ভাগ্যে মাশরাফির হার

মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসর। উদ্বোধনী ম্যাচে শনিবার (৫ জানুয়ারি) টস হেরেছেন সদ্য সংসদ হওয়া নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম।

গত আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এবার বাড়তি চাপ রয়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের। তবে এবার দলে যোগ হয়েছে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলসদের মতো তারকাখচিত ক্রিকেটার।

নিজেদের প্রথম ম্যাচেই জয় চান মাশরাফি। দলে থাকা তারকাদের নিয়ে শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বে মাশরাফি বিন মর্তুজার দল।

প্রথম ম্যাচের আগে মাশরাফি বলেন, ‘এমন না যে, চ্যাম্পিয়ন হতেই হবে। তবে মনের মধ্যে সবসময় এটা কাজ করেই, যে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবারও তা আছে। গতবার আমাদের শুরুটা ভালো হয়নি। তাই এবার চাই শুরু থেকেই যেন জয়ের পথে থাকতে পারি।’

রংপুরের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। দলের নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম। নেতৃত্বে এবার ভালো করার ব্যাপারে আশাবাদী মুশফিক। বলেন, ‘আমি যতবারই বিপিএল খেলেছি, চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেয়ার। অনেক সময় হয়, অনেক সময় হয় না। সত্য কথা হলো, অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিলে দলের জন্য কাজ সহজ হয়ে যায়। এবারও তাই চেষ্টা থাকবে।’

রংপুর একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রিলে রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু এবং শফিউল ইসলাম।

চিটাগং একাদশ
মুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপর্ট, মোহাম্মদ আশরাফুল, মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী এবং সৈয়দ খালেদ আহমেদ।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

লাল কার্ড পেয়েও ফাইনালে পিএসজি

লাল কার্ড পেয়েও ফাইনালে পিএসজি

নিজেকে ক্রিকেটার হিসেবেই ভাবতে চান এমপি মাশরাফি

নিজেকে ক্রিকেটার হিসেবেই ভাবতে চান এমপি মাশরাফি

বিপিএলে ৭ দলের চূড়ান্ত স্কোয়াড

বিপিএলে ৭ দলের চূড়ান্ত স্কোয়াড

রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ

রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ