অবিশ্বাস্য ক্যাচে হলো না ‘গেইল ঝড়’

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৯
অবিশ্বাস্য ক্যাচে হলো না ‘গেইল ঝড়’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের রংপুর রাইডার্স বনাম ঢাকা ডায়নামাইটসের হাই ভোল্টেজ ম্যাচে সবার দৃষ্টি ছিল ক্রিস্টোফার হেনরি "ক্রিস" গেইলের দিকে। রংপুরের হয়ে খেলা এই ক্যরিবিয়ান ঝড়ো ব্যাটসম্যান ‘ঝড়’ তোলার আগেই অবিশ্বাস্য এক ক্যাচে সাজঘরে ফিরেছেন।

ঢাকার দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে নেমে রংপুরের গেইল ও মেহেদি মারুফ স্বাভাবিক গতিতেই খেলছিলেন। তবে গ্যালারিতে হাজারো দর্শকের লক্ষ্য ছিল গেইলে দিকেই।

হয়তো দর্শকদের মনোবাসনা পূর্ণ করতেই গেইল ছয় হাঁকিয়ে ঝড় শুরু করেন। শুভাগত হোমের প্রথম বলেই লং অফ দিয়ে মাঠ পার করেন। এরপরের বলেই এলবিডব্লিউ। আম্পায়ার আঙ্গুল তুলে আউটও দেন।

কিন্তু গেইল ঝড় না তুলে কি মাঠের বাইরে যেতে পারে? হয়তো তাই গেইল নিয়ে নেন রিভিউ। রিভিউ দেখা যায় শুভাগতের বলটি লেগ সাইট দিয়ে স্টেম্পের বাইরে চলে যাচ্ছে। ফলে নট আউট। জীবন পেয়েই গেইল আরো যেন ক্ষিপ্ত হয়ে উঠেন। শুভাগতের তৃতীয় বলে ফের লং অফ দিয়ে উচিয়ে শট করেন।

কিন্তু সেখানে থাকা গেইলের দেশীয় খেলোয়াড় আন্দ্রে রাসেল বিন্দুমাত্র ছাড় না দিয়ে বল ধরতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু রাসেল যখন বলটি ধরেন তখন প্রায় সীমানার ওপারে চলে যাচ্ছিলেন। তাই বল মাঠে ছুঁড়ে মানের ছয় বাঁচানোর জন্য। মনে হচ্ছিলো হয়তো ফের জীবন পেলেন গেইল।

কিন্ত দুর্ভাগ্য গেইলের। হঠাৎ গেইলেই আরেক সহকর্মী পোলান্ড এসেই সেই বলটি ক্যাচ ধরেন। আর সাথে সাথে অবাক গেইল!

এদিন গেইল নয় বলে ৮ রান করে সাজঘরে ফিরেন। এই নয় রানের মধ্যে একটি অভার বাউন্ডারি রয়েছে।

 

ভিডিও:


শেয়ার করুন :


আরও পড়ুন

হাই ভোল্টেজ ম্যাচে টসে ঢাকার হার

হাই ভোল্টেজ ম্যাচে টসে ঢাকার হার

বিপিএলে দর্শক খরা কাটলো?

বিপিএলে দর্শক খরা কাটলো?

নিষিদ্ধ রাহুল-হার্দিকের স্থানে ডাক পেলেন শঙ্কর-গিল

নিষিদ্ধ রাহুল-হার্দিকের স্থানে ডাক পেলেন শঙ্কর-গিল

দর্শক টানতে ব্যর্থ বিপিএল, কারণ জানালেন মুশফিক

দর্শক টানতে ব্যর্থ বিপিএল, কারণ জানালেন মুশফিক