বিপিএল ছেড়ে দেশে ফিরছেন তিন শ্রীলঙ্কান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯
বিপিএল ছেড়ে দেশে ফিরছেন তিন শ্রীলঙ্কান

বঙ্গবন্ধু বিপিএলের মাঝ পথেই দেশে ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার। লঙ্কান দলের আসন্ন ভারত সফরে টি-২০ ক্যাম্পে যোগ দিতেই তারা দেশে ফিরে যাচ্ছেন।

শ্রীলঙ্কার তিন ক্রিকেটার হলেন- কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা, ওপেনার ভানুকা রাজাপাকশে ও খুলনা টাইগার্সের স্পিন-অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙা। চট্টগ্রাম পর্ব শেষ করেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবেন তারা।

ভারত সফরের জন্য এ তিন ক্রিকেটারকে ক্যাম্পে যোগ দিতে বলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে তাদের পরিবর্তে দলগুলো বিকল্প খেলোয়াড় হিসেবে কাকে নেবে তা এখনও ঠিক করেনি। কোচ, অধিনায়ক ও ম্যানেজাররা শিগগিরই আলাপ-আলোচনা করে সিদ্বান্ত নেবেন।

চট্টগ্রাম পর্বে কুমিল্লা ও খুলনার আরও তিনটি করে ম্যাচ রয়েছে। এ তিন ম্যাচ খেলেই নিজেদের বিপিএল শেষ করবেন শানাকা-রাজাপাকশে ও হাসারাঙ্গা।

৫ জানুয়ারি ভারতের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটির টেস্ট দল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি

বড় স্কোর গড়েও কুমিল্লার কাছে হারলো খুলনা

বড় স্কোর গড়েও কুমিল্লার কাছে হারলো খুলনা

দুর্দান্ত মুশফিক, প্রশংসায় ভাসালেন দুই দলের কোচ

দুর্দান্ত মুশফিক, প্রশংসায় ভাসালেন দুই দলের কোচ

১৩০ রানের টার্গেটে ৬ উইকেট হারিয়ে জিতলো চট্টগ্রাম

১৩০ রানের টার্গেটে ৬ উইকেট হারিয়ে জিতলো চট্টগ্রাম