দেশে ফিরছেন সাকিব-মোস্তাফিজ, কোয়ারেন্টাইন ১৪ দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪২ এএম, ০৭ মে ২০২১
দেশে ফিরছেন সাকিব-মোস্তাফিজ, কোয়ারেন্টাইন ১৪ দিন

করোনাভাইরাসের থাবার মাঝপথে স্থগিত হয়ে গেছে আইপিএল। ফলে ভারত থেকে দেশে ফিরে যাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। বাংলাদেশ থেকে অংশ নেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ফিরছেন দেশে। জানা গেছে, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় তারা দেশে পা রাখবেন।

প্রাণঘাতি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বৃদ্ধি পাওয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ রয়েছে। ফলে সাকিব-মোস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত।

সাকিব-মোস্তাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, ভারতের আহমেদাবাদ থেকে দু'জন ঢাকার ফ্লাইট ধরবেন। দু'জনই একই ফ্লাইটে দেশে আসবেন। চার্টার্ড ফ্লাইটে তারা সন্ধ্যা নাগাদ ঢাকায় নামতে পারেন।

আইপিএল স্থগিত হওয়ার পর ভারতের সাথে সীমান্ত বন্ধ থাকায় অন্যান্য বিদেশি ক্রিকেটারদের মতো সাকিব-মোস্তাফিজেরও দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এদিকে, ঢাকায় ফিরেই অন্যান্যবারের মতো বাসায় যেতে পারছেন না সাবিক আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। তাদের ঢাকার কোন পাঁচ তারকা হোটেলে টানা ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে।

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে বিসিবি কোয়ারেন্টাইন শিথিলের অনুরোধ করলেও স্বাস্থ্য মন্ত্রণালয় না নাকচ করে দিয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অসমাপ্ত আইপিএলের সেরা একাদশে নেই কোহলি

অসমাপ্ত আইপিএলের সেরা একাদশে নেই কোহলি

মোস্তাফিজদের ম্যাচে দুই ‌'জুয়াড়ি' আটক

মোস্তাফিজদের ম্যাচে দুই ‌'জুয়াড়ি' আটক

স্থগিত আইপিএলেও অনেকে করোনা আক্রান্ত হচ্ছেন

স্থগিত আইপিএলেও অনেকে করোনা আক্রান্ত হচ্ছেন

বিশ্বকাপের আগেই মাঠে গড়াতে পারে স্থগিত আইপিএল

বিশ্বকাপের আগেই মাঠে গড়াতে পারে স্থগিত আইপিএল