টস হেরে ফিল্ডিংয়ে হায়দরাবাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১৪ এপ্রিল ২০১৮
টস হেরে ফিল্ডিংয়ে হায়দরাবাদ

ঘরের মাঠে পরপর দুটি ম্যাচ জিতে এবারের আইপিএল অভিযান শুরু করেছে সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছেন শিখর ধাওয়ানরা। ইডেনে হায়দরাবাদ দলের অতীত রেকর্ড অত্যন্ত খারাপ। কলকাতায় এখনও পর্যন্ত কোনও ম্যাচই জিততে পারেনি সানরাইজার্স।

অন্যদিকে, আগের সাতটি আসর যে দলের হয়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান, এবার সেই দলটির বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশি অলরাউন্ডার। শনিবার আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ রাত সাড়ে ৮টায় শুরু হয়েছে। ইডেন গর্ডেনসে টস জিতে ম্যাচটিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছেন সাকিবদের হায়দরাবাদ।

দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন বাংলাদেশের আরেক তারকা মোস্তাফিজুর রহমান। তার দল এ ম্যাচেও হারের বৃত্ত থেকে বেরোতে পারেনি। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে হেরেছে শেষ বলে। মোস্তাফিজ ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।



শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ে অধিনায়কসহ কোচ বরখাস্ত

জিম্বাবুয়ে অধিনায়কসহ কোচ বরখাস্ত

মোস্তাফিজ গেলেন, সাকিবও রেডি

মোস্তাফিজ গেলেন, সাকিবও রেডি

ইংল্যান্ডের বিপক্ষে চাপে নিউজিল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে চাপে নিউজিল্যান্ড

আইপিএল খেলতে ঢাকা ছাড়লেন মোস্তাফিজ

আইপিএল খেলতে ঢাকা ছাড়লেন মোস্তাফিজ