দাম বেশি হওয়ায় রশিদ খানকে ছেড়ে দিয়েছিল হায়দরাবাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১৩ এপ্রিল ২০২২
দাম বেশি হওয়ায় রশিদ খানকে ছেড়ে দিয়েছিল হায়দরাবাদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলামের আগেই রশিদ খানকে ছেড়ে দেয় সানরাইজার্স হায়দরাবাদ। আর্থিক দিক বিবেচনাতেই তাকে ধরে রাখেনি ফ্রাঞ্চাইজিটি। এমনটাই জানিয়েছেন দলটি বোলিং কোচ শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

আইপিএল কিংবা যেকোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে সবসময় হট কেক থাকেন আফগান লেগ স্পিনার। এরপরেও আইপিএলের ১৫তম আসরের মেগা নিলামে তাকে ধরে রাখেনি সানরাইজার্স হায়দরাবাদ। আর এই সুযোগে নিলামের আগেই তাকে দলে ভিড়িয়ে নেয় নতুন দল গুজরাট টাইটান্স।

কেন রশিদ খানকে ধরে রাখা হয়নি সেই ব্যাখ্যা দিয়েছেন মুত্তিয়া মুরালিধরন। সানরাইজার্স হায়দরাবাদের এই বোলিং কোচ বলেন, “আমরা রশিদকে (খান) ছেড়ে দিতে চাইনি। বাধ্য হয়েই ছেড়ে দিয়েছি। আমরা তাকে বহন (পারিশ্রমিক) করতে পারছিলাম না।”

হায়দরাবাদের জার্সিতে চার মৌসুম খেলেছেন রশিদ খান। এই সময় হায়দরাবাদের জার্সিতে ৭৭ ম্যাচে ৯৪ উইকেট শিকার করেছেন তিনি। আইপিএলের ১৫তম আসরেও দারুণ ছন্দে আছেন এই আফগান তারকা। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৬ উইকেট শিকার করেছেন তিনি।

আইপিএলের ১৫তম আসরে রশিদ খানকে দলে ভেড়াতে ১৫ কোটি রুপি খরচ করেছে গুজরাট টাইটান্স। এছাড়াও তাকে দলের সহ-অধিনায়কের দায়িত্বও তুলে দিয়েছে।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩১৫ ম্যাচ খেলেছেন রশিদ খান। এই সময়ে তিনি শিকার করেছেন ৪৪১ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :