নেতৃত্বের চাপে আইপিএলে ফর্মহীনতায় রোহিত: গ্রায়েম স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৬ এপ্রিল ২০২২
নেতৃত্বের চাপে আইপিএলে ফর্মহীনতায় রোহিত: গ্রায়েম স্মিথ

ব্যাট হাতে কিংবা নেতৃত্বে, খুবই বাজে সময় পাড় করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মার। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে রান খড়ায় ভুগছেন তিনি। এমনকি অধিনায়ক হিসেবে চলতি আসরে এখনও জয়ের দেখা পাননি। পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরেছে রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ মনে করেন, ভারতের জাতীয় দলের নেতৃত্বের চাপেই আইপিএলে নিজের সেরাটা দিতে পারছেন না রোহিত শর্মা। উল্টো তিনি আরও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, মানসিক চাপেই কি আইপিএলে রোহিতের পারফরম্যানোস প্রভাব ফেলছে? যা বিবেচনার বিষয়।

আইপিএলের চলমান ১৫তম আসরে এখন পর্যন্ত (পাঁচ ম্যাচে) ব্যাট হাতে ২১ দশমিক ৬০ গড়ে ১০৮ রান করেছেন রোহিত শর্মা। ভালো শুরুর পরও বড় ইনিংস খেলতে পারছেন না তিনি। ফলে জাতীয় দলের অধিনায়কত্বে চাপে পড়েছেন কি-না -সেই প্রশ্ন তুলেছেন স্মিথ।

ক্রিকেট.কম-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতের সাদা-বলের অধিনায়ক হওয়ার পর এই প্রথম মুম্বাইকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। সেই মানসিক চাপ কি আইপিএলে প্রভাব ফেলছে? এটা বিবেচনার বিষয়।”

বিরাট কোহলি ছেড়ে দেওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকাপাকিভাবে ভারতের টেস্ট অধিনায়ক হন রোহিত শর্মা। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম অ্যাসাইনমেন্ট দিয়ে শুরু হয় তার নতুন যাত্রা।

টি-টোয়েন্টি ক্রিকেটে সদ্যই ১০ হাজার রান করা রোহিতকে নিয়ে স্মিথ আরও বলেন, “সে দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। তাদের ব্যাটিং লাইন-আপ দেখলে দেখা যাবে, রোহিতের মতো অসাধারণ ব্যাটার ছন্দে নেই। এছাড়া আছে ইশান কিষাণ, ইনজুরির কারণে কয়েকটি ম্যাচ না খেললেও ফিরে এসে দারুণ করছে সূর্যকুমার। পোলার্ড তাদের ফিনিশার এবং ব্রেভিস এখনও তরুণ ব্যাটার। অনেক বেশি শক্তিশালী ব্যাটিং লাইন-আপ তাদের।’

এছাড়া রোহিত যেহেতু ওপেনার, তাই তার শুরু দলকে ভিত গড়ে দেয় বলে মনে করেন স্মিথ। বলেন, “দলের টপ-অর্ডারে প্রধান শক্তি রোহিত। সে দলকে ভালো শুরু এনে দেয় এবং ভিত গড়ে দেয়, যাতে সবাই ভালো খেলার সুযোগ পায়। যখন সে রান করতে শুরু করবে, মুম্বাইও বহু ম্যাচ জেতা শুরু করবে।”

এদিকে, আইপিএলে রোহিত শর্মার ফর্ম নিয়ে চিন্তিত নন মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে। বলেন, “যদি আপনি দেখেন সে (রোহিত) যেভাবে শুরু করছে, যেভাবে বলে হিট করছে এটা অসাধারণ। সে টাইমিং করছে, সে খুবই ভালো শুরু পাচ্ছে। হ্যাঁ, সে হতাশ, কারণ ইংনিসগুলো বড় করতে পারছে না।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ হারের সঙ্গে আবারও জরিমানা গুনলেন রোহিত

ম্যাচ হারের সঙ্গে আবারও জরিমানা গুনলেন রোহিত

টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের ক্লাবে সপ্তম সদস্য রোহিত শর্মা

টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের ক্লাবে সপ্তম সদস্য রোহিত শর্মা

আমাদের যা আছে তার মধ্যে সেরা দলটা নিয়েই খেলছি : রোহিত শর্মা

আমাদের যা আছে তার মধ্যে সেরা দলটা নিয়েই খেলছি : রোহিত শর্মা

পান্ত ৪০ মিনিটেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে : রোহিত শর্মা

পান্ত ৪০ মিনিটেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে : রোহিত শর্মা