মোস্তাফিজের উইকেট শূন্যের ম্যাচে দিল্লির হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০২ মে ২০২২
মোস্তাফিজের উইকেট শূন্যের ম্যাচে দিল্লির হার

বল হাতে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজের সেই চিরচেনা রুপ দেখাতে পারেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর মোস্তাফিজের মতো দিল্লি ক্যাপিটালসও পারে ম্যাচ নিজেদের হাতে মুঠোয় নিতে। মোস্তাফিজের উইকেটশূন্য থাকার ম্যাচে ৬ রানে জিতেছেন লক্ষ্মৌ সুপার জায়ান্টস।

রোববার (১ মে) টস জিতে ব্যাটিংয়ে নাম লক্ষ্মৌ সুপার জায়ান্টস। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দিল্লির বোলারদের উপর চড়াও হয়ে খেলতে শুরু করে লোকেশ রাহুলের দল। ব্যাট হাতে লক্ষ্মৌ অধিনায়ক রাহুল খেলেন ৭৭ রানের ইনিংস।

এছাড়াও দীপক হুদার ব্যাট থেকে ৩৪ বলে ৫২ রানের ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৫ রান তোলে লক্ষ্মৌ সুপার জায়ান্টস।

দিল্লির হয়ে তিনটি উইকেটই শিকার করেন শার্দুল ঠাকুর। আর ৪ ওভার বোলিং করে ৩৭ রান দিয়েও উইকেটশূন্য ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজ।

১৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ফিরে যান দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ। ১৩ রানে দুই উইকেট হারিয়ে বসা দিল্লিকে টেনে তোলার দায়িত্ব নেন অধিনায়ক ঋষভ পান্থ এবং মিচেল মার্শ।

এই দু’জনের ইনিংসের পর রভম্যান পাওয়েল ও অক্ষর প্যাটেল ব্যাট হাতে চেষ্টা করলেও জয় থেকে ছয় রানে দূরে থাকতে থামে দিল্লির ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রানে থামে দিল্লি। আর এতেই ৬ রানের হার নিয়েই মাঠে ছাড়তে হয় রিকি পন্টিংয়ের শিষ্যদের।

স্পোর্টসমেইল২৪/পিপিআর  


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের চলমান আসরে দ্রুততম পাঁচ বলে চারটাই উমরানের

আইপিএলের চলমান আসরে দ্রুততম পাঁচ বলে চারটাই উমরানের

আচরণবিধি ভেঙে জরিমানা দিলেন পৃথ্বী শ

আচরণবিধি ভেঙে জরিমানা দিলেন পৃথ্বী শ

৯ বছর পর বাড়ি ফিরবেন ভারতীয় স্পিনার কার্তিকেয়া!

৯ বছর পর বাড়ি ফিরবেন ভারতীয় স্পিনার কার্তিকেয়া!

রাজস্থানে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের বড় বিনিয়োগ

রাজস্থানে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের বড় বিনিয়োগ