সাকিবদের হারিয়ে বেঁচে রইলো কোহালির ব্যাঙ্গালুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০০ এএম, ১৮ মে ২০১৮
সাকিবদের হারিয়ে বেঁচে রইলো কোহালির ব্যাঙ্গালুরু

হারলেই বিদায়, জয় পেলে বেঁচে থাকা! এমন সমীকরণের ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের মুখোমুখি হয়েছিল কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখে প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রেখেছেন কোহলিরা। সাকিবের হায়দরাবাদকে তারা হারিয়েছেন ১৪ রানে।

ব্যাঙ্গালুরুর দেয়া ২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই সূচনা করেন সানরাইজার্সের ওপেনার শেখর ধাওয়ান এবং এলেক্স হেলস। প্রথম পাঁচ ওভারেই বিনা উইকেটে ৪৭ রান তোলেন। তবে ষষ্ঠ ওভারের প্রথম বলেই জুটি ভাঙেন চাহাল। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ধাওয়ানকে বিধ্বংসী হওয়ার আগেই ফেরান তিনি।

ধাওয়ানের পর বেশিক্ষণ টেকেননি ইংলিশ ব্যাটসম্যান এলেক্স হেলসও। ২৪ বলে ৩৭ রান করে আরেক ইংলিশ মঈন আলির বলে এবি ডি ভিলিয়ার্সের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

৮ ওভারে ৬৪ রানের ভেতর ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে হায়দারাবাদ। কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলার কাজ করেন কেন উলিয়ামসন এবং মানিশ পান্ডে। কলিন দি গ্র্যান্ডহোমকে ডিপ মিডউইকেটে ঠেলে দিয়েই ২৮ বলে নিজের ২৮তম আইপিএল ম্যাচে ১১তম হাফসেঞ্চুরি তুলে নেন কেন উইলিয়ামসন।

শেষ ওভারে ২০ রান দরকার হলে উইলিয়ামসন প্রথম বলেই আউট হন। পরবর্তী ৫ বলে মাত্র পাঁচ রান নিলে ১৪ রানের পরাজয় বরণ করে নিতে হয় হায়দারাবাদকে। মানিশ পান্ডে শেষ পর্যন্ত ৬১ রানে অপরাজিত থাকেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট বিশ্বে ভারত ‘স্বার্থপর’

ক্রিকেট বিশ্বে ভারত ‘স্বার্থপর’

বিশ্ব একাদশে নেই সাকিব, খেলবেন নেপালের লামিচান

বিশ্ব একাদশে নেই সাকিব, খেলবেন নেপালের লামিচান

টি-টোয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

টি-টোয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

পাঞ্জাবকে হারিয়ে টিকে রইলো মোস্তাফিজের মুম্বাই

পাঞ্জাবকে হারিয়ে টিকে রইলো মোস্তাফিজের মুম্বাই