আইপিএলে দর্শকের কাছে বল নিতে পুলিশ প্রেরণ!

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২:০৭ এএম, ২৭ মার্চ ২০১৯
আইপিএলে দর্শকের কাছে বল নিতে পুলিশ প্রেরণ!

আইপিএল মানে নানা ঘটনার জন্ম। তেমনি একটি মজার ঘটনা দেখা গেলো দিল্লি ক্যাপিটালস-চেন্নাই সুপার কিংসের মধ্যকার খেলায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

দিল্লি ক্যাপিটালসের দেওয়া লক্ষ্যে ব্যাটিং করছিলো চেন্নাই সুপার কিংস। ঘটনাটি ঘটে ইনিংসের ৬.২ ওভারের সময়। তখন বল করছিলেন লেগ স্পিনার মিশরা আর ব্যাটিংয়ে ছিলেন শেন ওয়াটসন। এসময় স্কয়ার গেল দিয়ে মিশরার বলে ৮৬ মিটারের একটা বড় ছক্কা হাকান ওয়াটসন।

এতেই বাধে বিপত্তি। ওয়াটসনের ছয়ের মারটি তালু বন্ধী করেন গ্যালারিতে থাকা একজন দর্শক। এসময় দর্শকদের বলটি নিয়ে কাড়াকাড়ি করতে দেখা গেছে। কিছুতেই তারা বলটি মাঠে ফেরত পাঠাচ্ছিলেন না।

ফলে বাধ্য হয়েই দুজন পুলিশ গ্যালারিতে যান বলটি আনতে। এদিকে ম্যাচের সময় নষ্ট হচ্ছে বলে, আম্পায়রা নতুন বল নেওয়ার জন্য সিদ্ধান্ত নেন।

এমন ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন মতামত করতে দেখা গেছে। অনেকে ভারতের দর্শকদের এমন আচারণে সমালোচনাও করেছেন।

বল নিয়ে দর্শক কাণ্ডের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।


শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে ফিরবেন বুমরাহ

মাঠে ফিরবেন বুমরাহ

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাঞ্জাবের নাটকীয় জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাঞ্জাবের নাটকীয় জয়

ঋষভে ঝড়ে মুম্বাইকে হারালো দিল্লি

ঋষভে ঝড়ে মুম্বাইকে হারালো দিল্লি

সাকিবকে ছক্কা হাঁকিয়ে জয় তুলে নিল কলকাতা

সাকিবকে ছক্কা হাঁকিয়ে জয় তুলে নিল কলকাতা