ব্যাঙ্গালুরুর কাছে হেরে প্লে-অফে অনিশ্চিত হায়দরাবাদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৪ এএম, ০৫ মে ২০১৯
ব্যাঙ্গালুরুর কাছে হেরে প্লে-অফে অনিশ্চিত হায়দরাবাদের

এ ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেত সানরাইজার্স হায়দরাবাদের। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নিজেরা তো ডুবেছে, এবার অন্যদের ডোবানোর মিশনে নেমেছে। তাইতো বড় স্কোরেও ৪ উইকেটে জয় পায় বিরাট কোহলিরা।

আইপিএলের গ্রুপ পর্বে হায়দ্রাবাদের আর কোনো ম্যাচ বাকি নেই। ১৪ ম্যাচে ৬টি জয় ও ৮ হারে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে রয়েছে কেন উইলিয়ামসনের দল। তবে পাঁচে থাকা কলকাতা নাইট রাইডার্স নিজেদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় পেলেই বিদায় নেবে হায়দ্রাবাদ। প্লে-অফ নিশ্চিত করবে শাহরুখ খানের মালিকানায় কলকাতা।

হায়দ্রাবাদের হার নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন ব্যাঙ্গালুরুর শিমরন হেটমায়ার ও গুরকিরাত সিং। ঝড়ো ১৪৪ রানে জুটি গড়ে তারা প্রতিপক্ষে ১৭৫ রানের বিশাল সংগ্রহ পার করেন। হেটমায়ার ৪৭ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭৫ করেন। আর গুরকিরাতের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৮টি চার ও এক ছক্কায় ৬৫ রান।

হায়দ্রাবাদ বোলারদের মধ্যে খলিল আহমেদ ৩টি, ভুবেনেশ্বর কুমার ২টি ও রশিদ খান একটি উইকটে নেন।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনের অপরাজিত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। দলনেতা উইলিয়ামসন ৪৩ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭০ রান করেন।

ব্যাঙ্গালুরু বোলারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর ৩টি, নভদীপ সাইনি ২টি এবং যুজভেন্দ্র চাহাল ও কুলওয়াত কেজরলিয়া একটি করে উইকেট নেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ

বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ

কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টায় মাশরাফিরা

কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টায় মাশরাফিরা

প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে রোববার শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ

আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে রোববার শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ