আইপিএলে সৌরভের হাত ধরে বড় চমকের ইঙ্গিত দিল্লির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১৫ আগস্ট ২০১৯
আইপিএলে সৌরভের হাত ধরে বড় চমকের ইঙ্গিত দিল্লির

অপ্রত্যাশিত চমকের জন্য ক্রিকেট জীবনে বিখ্যাত ছিলেন সৌরভ গাঙ্গুলি। এখন আর ক্রিকেট খেলেন না। তাই বলে চমক দেয়ার অভ্যাস তার চলে যায়নি। গতবার দায়িত্বে এসে কোচ রিকি পন্টিংকে সঙ্গে নিয়ে দিল্লিকে আইপিএল সেমিফাইনালে পৌঁছে দিয়েছিলেন সৌরভ। তারপর থেকেই বলা চলে টিম গড়ার ক্ষেত্রে সৌরভকেই সব ক্ষমতা দিয়ে রেখেছিলেন টিম মালিক পার্থ জিন্দাল।

সৌরভ হয়তো তার স্বভাবসুলভ চমক দেয়ার সেই ধারাবাহিকতা থেকেই আইপিএল শুরু হওয়ার আট মাস আগেই চমক শুরু করলেন। শোনা যাচ্ছে এবার তিনি দিল্লিতে টানতে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন ও অজিঙ্ক রাহানেকে। এরমধ্যে অশ্বিন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক আর রাহানে মাত্র ক’দিন আগেও রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করেছেন।

অজিঙ্ক রাহানে রাজস্থান রয়্যালস ছেড়ে দিল্লি যাচ্ছেন তা নিশ্চিত। সব ঠিক থাকলে অশ্বিনও যাচ্ছেন। তাদের সঙ্গে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের মতো কেউ কেউ যদি দিল্লিতে জুড়ে যান, তাতেও অবাক হওয়ার কিছু নেই।

দিল্লিতে সৌরভ টিম সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত বিচারক। কলিন ইনগ্রাম এবং আবেশ খানকে তাঁর পরামর্শে ছেড়ে দিয়ে রাহানেকে আনা হচ্ছে। অশ্বিনকে আবার সাত কোটি ষাট লাখ টাকা দিয়ে আউটরাইট কিনে নিচ্ছে দিল্লি। অশ্বিন গত দু’বছর অধিনায়কত্ব করেছেন। তাঁর দিল্লিতে চলে আসাটা এ বারের আইপিএলের বৃহত্তম চমক হতে পারে।

দলবদলের বিষয়ে অশ্বিন ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, “আমি শুনছি যে পরিবর্তন হচ্ছে আমার ফ্র্যাঞ্চাইজি। তবে আমাকে চূড়ান্ত করে এখনও কেউ কিছু জানায়নি।”

অধিনায়কত্ব কে করবেন?
অশ্বিন, রাহানেকে দিল্লিতে টানা হলে একটা বিষয়ে প্রশ্ন উঠছে তা হলো অধিনায়কত্ব কে করবেন? সৌরভ অবশ্য বলছেন, শ্রেয়স আইয়ারই অধিনায়ক থাকছেন। কিন্তু কারও কারও মতে, এ দুই তারকা এলে আইয়ারের অধিনায়কত্ব রাখা কঠিন হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

গেইল কি বিদায়ের ইঙ্গিতই দিলেন এভাবে?

গেইল কি বিদায়ের ইঙ্গিতই দিলেন এভাবে?

পাকিস্তান যুব দলের কোচ হতে চান সাকলাইন

পাকিস্তান যুব দলের কোচ হতে চান সাকলাইন

চেলসিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন লিভারপুল

চেলসিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন লিভারপুল

কোহলির অভিষেক ম্যাচের ক্রিকেটাররা আজ কে কোথায়

কোহলির অভিষেক ম্যাচের ক্রিকেটাররা আজ কে কোথায়