আইপিএলে অধিনায়ক হতে পারেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৮ এএম, ১৯ আগস্ট ২০১৯
আইপিএলে অধিনায়ক হতে পারেন সাকিব

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২০ সালের আসরে নতুন দুটি দল অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই নতুন দুই দলের যে কোন একটির অধিনায়ক হতে পারেন বাংলাদেশের সাকিব আল হাসান।

ভারতীয় স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকট্রেকারের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ পাঁচজন তারকা ক্রিকেটার।

গত কয়েক আসরে আইপিএলে ৮টি দল অংশ নেয়। তবে ২০১১ সালে কচি তুসকার কেরালা ও পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়াসহ মোট ১০টি দল অংশ নিয়েছিল।

আসন্ন আইপিএলেও ১০টি দল অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। নতুন দুটি দল অংশ নিলে দুই দলের জন্য দুইজন অধিনায়কও প্রয়োজন হবে। নতুন দুই দলের সম্ভাব্য অধিনায়ক হওয়ার তালিকায় ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইয়ান মরগানের সঙ্গে আলোচনায় আছেন বাংলাদেশ টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেন ১১ উইকেট।

বিশ্বসেরা এ অলরাউন্ডার দীর্ঘদিন ধরেই আইপিএলে খেলছেন। নতুন দুই দলের সম্ভাব্য অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন ভারতীয় টেস্ট ব্যাটসম্যান করুন নায়ার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন ধরে খেলা ওপেনার রবিন উথাপ্পা, এছাড়া আইপিএলে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলা ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার পার্থিব প্যাটেল।


শেয়ার করুন :


আরও পড়ুন

সেরা তিন পারফর্মারের তালিকায় সাকিব

সেরা তিন পারফর্মারের তালিকায় সাকিব

বিশ্বসেরা বাঁহাতি একাদশে জায়গা হয়নি সাকিবের!

বিশ্বসেরা বাঁহাতি একাদশে জায়গা হয়নি সাকিবের!

ভারতের উদাহরণ টেনে রোটেশন পদ্ধতির পক্ষে সাকিব

ভারতের উদাহরণ টেনে রোটেশন পদ্ধতির পক্ষে সাকিব

ঢাকা ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিলেন সাকিব

ঢাকা ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিলেন সাকিব