ওয়ার্নারের কাঁধে আবারও দায়িত্ব দিল সানারাইজার্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০
ওয়ার্নারের কাঁধে আবারও দায়িত্ব দিল সানারাইজার্স

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আবারও সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়কের দায়িত্ব পেলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বল বিকৃতির সাথে জড়িত থাকায় সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকায় ২০১৮ সালে আইপিএলে খেলতে পারেননি ওয়ার্নার। গত আসরে খেললেও ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়কত্ব করেন নিউজ্যিান্ডের কেন উইলিয়ামসন এবং ভুবেনশ্বর কুমার।

সানরাইজার্স কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, আগামী মৌসুমে সানরাইজার্সের অধিনায়কত্ব করবেন ওয়ার্নার। দলকে আবারও সাফল্য এনে দিতে সক্ষম হবে ওয়ার্নার।

এদিকে অধিনায়ক হওয়ায় টুইটারে একটি ভিডিও বার্তা দিয়েছেন ওয়ানার্র। সেখানে তিনি বলেন, ‘এবারের আইপিএলে অধিনায়ক হওয়ায় আমি রোমাঞ্চিত। এ সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘গতবার কেন উইলিয়ামসন ও ভুবনেশ্বর কুমার নেতৃত্ব দিয়েছিলেন। এ জন্য তাদের ধন্যবাদ জানাই। এবার ট্রফি জেতার জন্য আমি নিজের সেরাটা ঢেলে দেব।’

২০১৫ থেকে ২০১৭ সাল, তিন বছর সানরাইজার্সের অধিনায়কত্ব করেন ওয়ার্নার। ২০১৬ সালে তার নেতৃত্বেই আইপিএলের শিরোপা জিতেছিল সানরাইজার্স।

২০১৮ সালে আইপিএল খেলতে না পারলেও ২০১৯ সালে ওপেনার হিসেবে ১২ ম্যাচে ৬৯২ রান করেন ওয়ার্নার। ১টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরি ছিল তার ব্যাটে।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিলাম শেষে যেমন হলো আইপিএলের দল

নিলাম শেষে যেমন হলো আইপিএলের দল

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ

অ্যালান বোর্ডার পদক জিতলেন ওয়ার্নার

অ্যালান বোর্ডার পদক জিতলেন ওয়ার্নার

ওয়ার্নার প্রতারক!

ওয়ার্নার প্রতারক!