সরফরাজকে তিন ভার্সনেই অধিনায়ক চান আর্থার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮
সরফরাজকে তিন ভার্সনেই অধিনায়ক চান আর্থার

সরফরাজ আহমেদ তিন ফর্মেটেই পাকিস্তান ক্রিকেটের নেতৃত্ব দেয়ার সঠিক ব্যক্তি বলে মনে করছেন দলটির কোচ মিকি আর্থার। তবে পাকিস্তান ক্রিকেটের মঙ্গলের জন্য কখনো কখনো তাকে বিশ্রামে রাখতে হবে বলেও স্বীকার করেন তিনি।

স্থানীয় পাকপ্যাসন ডট নেটকে দেয়া সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকান আর্থার বলেন, ‘আমার মতে সরফরাজ তিন ফর্মেটেই পাকিস্তান ক্রিকেটের নেতৃত্ব দেয়ার জন্য উপযুক্ত ব্যক্তি। তিনি দৃষ্টান্ত স্থাপন করে দলকে নেতৃত্ব দিচ্ছেন। এটি খুবই ভালো দিক। এখন আমাদের যা দরকার, তা হচ্ছে দীর্ঘ বিদেশ সফরের পর তাকে কিছুটা বিশ্রাম দেয়া, যাতে তিনি নতুন করে শুরু করতে পারেন। তিনি কোন রকম সমস্যা ছাড়াই তিন ফর্মেটের ক্রিকেটে নেতৃত্ব দেয়ার যোগ্য।’

একই সঙ্গে পেসার হাসান আলীর প্রশংসা করে পাকিস্তান কোচ বলেছেন, ‘সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট থেকে টেস্ট ক্রিকেট পর্যন্ত খেলার যোগ্যতা রয়েছে তার। এ পর্যন্ত দুটি টেস্ট খেলেছেন তিনি। যেখানে তার পারফর্মেন্স ছিল নিখাঁদ। এ সময় মাত্র ছয় উইকেট পেলেও তিনি প্রতিশ্রুতিশীল একজন খেলোয়াড় হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।’

আর্থার আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তিনি (হাসান আলী) টেস্টে আরও উন্নতি করবেন। আমার বিশ্বাস যতই দিন যাবে ততই তিনি নিজেকে আরও সেরা হিসেবে গড়ে তুলবেন। একসময় আমাদের জন্য অসাধারণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হবেন। তিনি যখন বিভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জন করবেন তখন আরো উন্নত হবেন। তার উন্নতিতে আমি কোন সমস্যা দেখছি না।’

পাকিস্তান দলের সাম্প্রতিক নিউজিল্যান্ড সফরকালে সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজের সঙ্গে নিজের বিবাদের গুজবও নাকচ করে দেন আর্থার।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবকে সরিয়ে শীর্ষে ম্যাক্সওয়েল

সাকিবকে সরিয়ে শীর্ষে ম্যাক্সওয়েল

টানা দ্বিতীয় টেস্টের রাজদণ্ড পেল ভারত

টানা দ্বিতীয় টেস্টের রাজদণ্ড পেল ভারত

টি-টোয়েন্টিতেও সেরা বোলার রশিদ

টি-টোয়েন্টিতেও সেরা বোলার রশিদ

রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ঘোষণা, বিশ্রামে কোহলি-ধোনি

রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ঘোষণা, বিশ্রামে কোহলি-ধোনি