সাকিবকে প্রভাব বিস্তার করতে দেবেন না তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৬ এএম, ২৪ নভেম্বর ২০২০
সাকিবকে প্রভাব বিস্তার করতে দেবেন না তামিম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে মঙ্গলবার (২৪ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। এক বছরের নিষেধাজ্ঞা শেষে এ ম্যাচ দিয়ে খেলায় ফিরবেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে জেমকন খুলনার সাকিবকে ম্যাচে প্রভাব বিস্তার করতে দিতে নারাজ ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বলেন, ‘আমি চেষ্টা করবো ও (সাকিব) যত কম ইমপ্যাক্ট ফেলতে পারে।’

টুর্নামেন্ট শুরু আগের দিন সোমবার (২৩ নভেম্বর) বায়ো-সুরক্ষা বলয়ের মধ্য থেকে সাংবাদিকদের সাথে কথা বলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। শুরুতেই সাকিব সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হন তিনি।

তামিম বলেন, ‘আমি নিশ্চিত ওর (সাকিব) জন্য অনেক বড় দিন। কারণ, ও অলমোস্ট এক বছর পর মাঠে ফিরছে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্যও একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ, ওর মতো প্লেয়ার ফেরত আসছে। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনা একমাত্র দল, যেখানে ‘এ’ ক্যাটাগরির দুইজন ক্রিকেটার রয়েছেন। সাকিব ছাড়াও জেমকন খুলনায় মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন। তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন ছেড়ে খেলতে রাজি নয় তামিম ইকবালরা। এমনকি সাকিব আল হাসানকে ম্যাচে প্রভাব বিস্তার করতে দিতে নারাজ তামিম।

তিনি বলেন, ‘যেহেতু আমার জন্য এটা একটা খেলা, আমি চেষ্টা করবো ও (সাকিব) যত কম ইমপ্যাক্ট ফেলতে পারে (ম্যাচে)। তবে দিন শেষে আমি খুশি যে, ও ফিরছে। আমি নিশ্চিত সাকিব আগামীকাল (মঙ্গলবার) তার পুরো শক্তিতে ফিরে যাবে।’

নিজের দল নিয়ে তামিম বলেন, ‘দেখেন, একটা জিনিস যেটা হলো, আমাদের দলে হয়তো নামি-দামি ও রকম প্লেয়ার নেই। তবে ক্রিকেটটাই এ রকম একটা খেলা। সবাই যদি কাগজে-কলমে শক্তিশালী দল হয়ে ম্যাচ জিতে যেত তাহলে অন্য কথা ছিল। দলে যারা রয়েছে আমি নিশ্চিত সবাই ক্যাপাবল। আমার বিশ্বাস, তারা ভালো করবে। এটাই আশা করবো যে, কালকের ম্যাচটা ভালোভাবে শুরু করবো। তারা (দলের খেলোয়াড়রা) তরুণ, আমি নিশ্চিত তারা ভালো করবে।’

তামিমের নেতৃত্বাধীন ফরচুন বরিশালে আফিফ হোসেন, তাসকিন, ইরফান শুক্কুর বা মিরাজরা রয়েছেন। প্রথম ম্যাচে নিজেদের প্রস্তুতি সম্পর্কে তামিম বলেন, ‘লাইটের নিচে আমরা অনুশীলন করিনি। আশা করছি, ও রকম হবে না। যদি হয় তাহলে প্রথম ম্যাচে ওটা জাজ করা একটু কঠিন। বিশেষ করে যখন আপনি সেকেন্ড ম্যাচ খেলছেন। কম-বেশি দুই ইনিংসেই থাকে। কালকের পর অনেক ধরনের ম্যাসেজ ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারবে যে, কী হচ্ছে বা কী না হচ্ছে।’

প্রতিপক্ষ দল নিয়ে তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই কাগজে-কলমে ওরা খুবই শক্তিশালী দল। তবে যেটা আমি বললাম যে, আপনার টিমে যেই থাকুক না কেন, সবচেয়ে বড় জিনিস হলো বিশ্বাস করা। প্লেয়ারদের ওপর বিশ্বাস করা, যেটা আমার আছে। আপনি হয়তো বড় বড় নাম খুঁজে পাবেন না। তবে আমরা যদি ভালো একটা শুরু করতে পারি তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। যখন দুইটা দল মাঠে নামবে, তখন দুই দলই সমান।’

তামিম আরও বলেন, ‘আমরা আমাদের সেরাটা দেব। তারপর দেখবো কী হচ্ছে। আমাদের একসাথে হয়ে ভালো খেলতে হবে, এটাই হলো গুরুত্বপূর্ণ। আশা করছি, আমরা এ টুর্নামেন্টে ভালো খেলবো। যদি আমরা ভালো খেলি তাহলে কে কাগজে কলমে শক্তিশালী তা ব্যাপার না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ড্রাফট শেষে যেমন হলো পাঁচ দলের স্কোয়াড

ড্রাফট শেষে যেমন হলো পাঁচ দলের স্কোয়াড

ছিটকে গেলেন সাইফউদ্দিন, তিন ম্যাচ না খেলার শঙ্কা

ছিটকে গেলেন সাইফউদ্দিন, তিন ম্যাচ না খেলার শঙ্কা

জাতীয় দলের স্বপ্ন দেখছেন বাইরে থাকা ক্রিকেটাররা

জাতীয় দলের স্বপ্ন দেখছেন বাইরে থাকা ক্রিকেটাররা

বঙ্গবন্ধু কাপে নিজের পরিকল্পনা কাজে লাগাতে চান বিপ্লব

বঙ্গবন্ধু কাপে নিজের পরিকল্পনা কাজে লাগাতে চান বিপ্লব