উড়তে থাকা চট্টগ্রামের সামনে আবারও ঢাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০
উড়তে থাকা চট্টগ্রামের সামনে আবারও ঢাকা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের রোববার (৬ ডিসেম্বর) দিনের পথম ম্যাচে মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকা। টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে লিটন-সৌম্যদের চট্টগ্রাম। অপরদিকে হ্যাটট্টিক হারের পর সর্বশেষ দুই ম্যাচ জিতে লড়াইয়ে ফিরেছে মুশফিকুরের ঢাকা।

টুর্নামেনেট চার ম্যাচ খেলে একমাত্র অপরাজিত দল গাজী গ্রুপ চট্টগ্রাম। চার ম্যাচের সবক’টিতেই জিতেছে তারা। ব্যাট-বল হাতে দাপট দেখাচ্ছেন দলের খেলোয়াড়রা। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ২০০ রান করেছেন চট্টগ্রামের ওপেনার লিটন দাস। আরেক ওপেনার সৌম্য সরকারও ফর্মে রয়েছেন, করেছেন ১০৯ রান।

বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকাতে শীর্ষস্থান দখল করে আছেন চট্টগ্রামের পেসার মোস্তাফিজুর রহমান। ৪ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি। আরেক পেসার শরিফুল ইসলামও শিকার করেছেন ৭ উইকেট। দলের প্রয়োজনে দারুণ পারফরমেন্স করছেন মোস্তাফিজ-শরিফুলরা।

কাটার মাস্টার মোস্তাফিজের সাথে বোলিং উপভোগ করছেন বলে জানিয়েছেন ১৯ বছর বয়সী শরিফুল। বলেন, ‘মোস্তাফিজ ভাইয়ের সাথে বল করাটা দারুণ উপভোগ করছি। ওভারে বোলিং করতে যাওয়ার আগে সব সময়ই তিনি পরামর্শ দিয়ে থাকেন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কিভাবে বল করতে হবে বুঝিয়ে দেন তিনি। আমাদের মধ্যে ভালো একটা লড়াই চলছে। তাকে সব কিছু বলা যায়। তিনিও সবকিছুতে সহায়তা করে।’

ঢাকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করেছিল চট্টগ্রাম। সেই ম্যাচে ৯ উইকেটে বড় জয় ছিল তাদের। পরের ম্যাচেও সাকিব-মাহমুদউল্লাহদের বিপক্ষে ৯ উইকেটের জয় ছিল চট্টগ্রামের। দু’ম্যাচেই বোলারদের হাত ধরে জয় পেয়েছে চট্টগ্রাম।

প্রথম দুই ম্যাচে জয়ের পর হ্যাটট্টিক জয়ের পরীক্ষাতেও সাফল্য পায় তারা। ফরচুন বরিশালকে ১০ রানে হারিয়ে হ্যাটট্টিক জয়ের স্বাদ নেয় মিঠুনের চট্টগ্রাম। ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারলেও ৭ উইকেটে ১৫১ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম।

অন্যদিকে রাজশাহীর কাছে হার দিয়ে শুরুর পর চট্টগ্রামের কাছে ৯ উইকেটে ও জেমকন খুলনার কাছে ৩৭ রানে ম্যাচ হারে বেক্সিমকো ঢাকা। হ্যাটট্টিক হারে মনোবলে চিড় ধরলেও চতুর্থ ম্যাচে আশা পূরণ হয় মুশফিকের দল। তামিম ইকবালের ফরচুন বরিশালকে ৭ উইকেটে হানিয়ে জয়ের ধারায় ফেরে ঢাকা।

প্রথম জয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে ঢাকা নিজেদের পঞ্চম ম্যাচেও প্রমাণ দেয়। মিনিস্টার রাজশাহীকে ২৫ রানে হারিয়ে তুলে নেয় নিজেদের দ্বিতীয় জয়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিরছেন সাইফউদ্দিন, শক্তি বাড়াতে মাশরাফিকেও চায় রাজশাহী

ফিরছেন সাইফউদ্দিন, শক্তি বাড়াতে মাশরাফিকেও চায় রাজশাহী

রাজশাহীর হ্যাটট্রিক হারে ঢাকার দ্বিতীয় জয়

রাজশাহীর হ্যাটট্রিক হারে ঢাকার দ্বিতীয় জয়

শফিউলের পরিবর্তে জেমকন খুলনায় খালেদ

শফিউলের পরিবর্তে জেমকন খুলনায় খালেদ

দ্বিতীয় দেখাতেও খুলনার কাছে পরাস্ত বরিশাল

দ্বিতীয় দেখাতেও খুলনার কাছে পরাস্ত বরিশাল