বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে : প্রধানমন্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ এএম, ১১ মার্চ ২০১৮
বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ একদিন ক্রিকেটে বিশ্বকাপ জয় করবে বলে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দেশের খেলাধুলায় নতুন সংযোজন যুব গেমসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, এএফসি অ-১৪ আঞ্চলিক নারী চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সাফ অ-১৫ চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেটে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ। এক দিন আমরা বিশ্বকাপ জয় করব।

তিনি বলেন, যুব পর্যায়ে খেলাধুলার প্রতি সরকারের মনোযোগ রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বঙ্গমাতা-বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট আয়োজন। যুব সমাজের জন্য প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণেরও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে আরও বিস্তৃত করার পরিকল্পনার কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু ঢাকা নয়। আরও কয়েকটি জেলায় আমরা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব।

শেখ হাসিনা বলেন, লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও করতে হবে। খেলাধূলা নিয়মানুবর্তিতা, অধ্যাবসায়, দায়িত্ববোধ, শৃঙ্খলা শেখায়। খেলাধূলার মাধ্যমে জঙ্গীবাদ, সন্ত্রাস দূরীকরণ করে সুন্দর সমাজ গঠনের উপড় গুরুত্বারোপ করেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড সৃষ্টি করে জিতলো বাংলাদেশ

রেকর্ড সৃষ্টি করে জিতলো বাংলাদেশ

জমকালো অনুষ্ঠানে পর্দা উঠলো যুব গেমসের

জমকালো অনুষ্ঠানে পর্দা উঠলো যুব গেমসের

স্ত্রীর মামলা : চুক্তি থেকে শামিকে বাদ দিল ভারত

স্ত্রীর মামলা : চুক্তি থেকে শামিকে বাদ দিল ভারত

নিউজিল্যান্ডকে হারিয়ে টানা ষষ্ঠ সিরিজ ইংল্যান্ডের

নিউজিল্যান্ডকে হারিয়ে টানা ষষ্ঠ সিরিজ ইংল্যান্ডের